দীপঙ্কর ঘোষাল : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এর আগেও দু-ভাই খেলেছেন। ভবিষ্যতেও হয়তো খেলবেন। কিন্তু ক্যাপ্টেন হিসেবে দু-ভাই মুখোমুখি, এই প্রথম বার। সুপার সানডে-তে নামতে চলেছে গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতোই খেলছে গুজরাট টাইটান্স। মাঝে খেই হারিয়েছিল। এর আগের ম্যাচে দিল্লি ক্য়াপিটালসের কাছে শেষ ওভারে হার। অপরাজিত থাকলেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে না পারার আক্ষেপ ছিল হার্দিক পান্ডিয়ার। গত ম্য়াচে রাজস্থান রয়্যালসকে তাদেরই ডেরায় লজ্জার হার উপহার দিয়েছে টাইটান্স। এ বার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্য়াচ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ প্রিভিউ TV9Bangla Sports-এ।
প্রবল চাপে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। আরসিবির বিরুদ্ধে ম্য়াচে গুরুতর চোট পান অধিনায়ক লোকেশ রাহুল। এ বারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তাঁকে পাওয়া যাবে না। লোকেশ রাহুলের পরিবর্ত হিসেবে অভিজ্ঞ ব্য়াটার করুণ নায়ারকে নিয়েছে লখনউ। রাহুলের অনুপস্থিতিতে লখনউয়ের নেতৃত্বে ক্রুনাল পান্ডিয়া। গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আইপিএলের ইতিহাসে প্রথম বার অধিনায়ক হিসেবে দুই ভাইয়ের লড়াই। এই ম্য়াচে বিশেষ আকর্ষণ এটাই। লখনউ গত ম্য়াচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমেছিল। বৃষ্টির কারণে ম্য়াচ মাঝপথেই পণ্ড হয়ে যায়। ব্যাকফুটেই ছিল লখনউ।
গুজরাট টাইটান্স দারুণ ছন্দে। বিশেষ করে বলতে হয় তাদের বোলিং আক্রমণের কথা। মহম্মদ সামি, রশিদ খান, নুর আহমেদ, মোহিত শর্মা-প্রত্য়েকেই দুর্দান্ত পারফর্ম করছেন। কিছুটা অস্বস্তি জশ লিটলের না থাকা। জাতীয় দলের হয়ে খেলতে গিয়েছেন আয়ার্ল্যান্ডের এই পেসার। গুজরাট টাইটান্সে অনবদ্য পারফর্ম করেছেন বাঁ হাতি পেসার লিটল। তিনি না থাকলেও গুজরাট বোলিংয়ে বিশাল কোনও প্রভাব পড়ার কথা নয়। ব্য়াটিংয়ে অধিনায়ক হার্দিক পান্ডিয়া দারুণ ছন্দে। গত ম্য়াচে অপরাজিত ক্য়ামিও ইনিংস খেলেছেন। তবে আলাদা করে বলতে হয় শুভমন গিল এবং ঋদ্ধিমান সাহার ওপেনিং জুটির কথা। কার্যত প্রতি ম্যচেই শুরুটা ভালো করছেন। মিলার, অভিনব মনোহরদের পক্ষে ম্য়াচ ফিনিশ করার সুযোগ থাকছে।