দীপঙ্কর ঘোষাল : প্রতি মরসুমেই প্রায় একটা বিষয় দেখা যায়। মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা মন্থর হলেও পরের দিকে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় তারা। গত মরসুমে যদিও এমনটা হয়নি। এ বারও শুরুটা খারাপ হয়েছিল পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের। ঘুরেও দাঁড়িয়েছিল। কিন্তু গত ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হার ফের অস্বস্তিতে ফেলেছে মুম্বইকে। তাদের সবচেয়ে বেশি চিন্তার হয়ে দাঁড়িয়েছে বোলিং। নানা কম্বিনেশন দেখলেও ঠিকঠাক কম্বিনেশন খুঁজে পাওয়া যাচ্ছে না। দলের তারকা পেসার জোফ্রা আর্চার চোট সারিয়ে ফিরলেও ফের একই সমস্য়ায়। খেললেও ছাপ ফেলতে পারছেন না। মুম্বই শিবিরে এখনও অবধি বড় প্রাপ্তি তরুণদের পারফরম্যান্স। বিশেষ করে বলতে হয় অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের কথা। পঞ্জাবের কাছে হার থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই শিবির। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ প্রিভিউ TV9Bangla Sports-এ।
গত মরসুম থেকেই তরুণ ক্রিকেটারদের দিকে নজর দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তারা ভালো পারফর্ম করলেও ধারাবাহিক নন। সচিন-পুত্র প্রথম দু-ম্যাচে ভালো বোলিং করলেও গত ম্যাচে হতাশ করেছেন। ব্য়াটিংয়ে তিলক ভার্মা কিছুটা ধারাবাহিক। মুম্বইয়ের জন্য স্বস্তির বিষয় সূর্যকুমার যাদবের ফর্মে ফেরা। গত ম্য়াচে তিনি শেষ অবধি ক্রিজে থাকলে হয়তো জিতেই মাঠ ছাড়তে পারতো মুম্বই। টানা তিন ম্যাচ জয়ের পর একটা হারে কিছুটা অস্বস্তি হওয়ারই কথা।
অন্য় দিকে, গত বারের চ্যাম্পিয়ন এ বার ধারাবাহিকতার অভাবে ভুগছে। কিছু ক্লোজ ম্যাচে হার। গত ম্যাচে অবশ্য শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। তরুণ ওপেনার শুভমন গিল গত ম্যাচে রান না পেলেও ছন্দে রয়েছেন। আর এক ওপেনার ঋদ্ধিমান সাহা প্রতি ম্যাচেই কার্যকরী ইনিংস খেলছেন। অর্ধশতরানের ইনিংস না এলেও দলের জন্য নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছেন ঋদ্ধি। অধিনায়ক হার্দিক পান্ডিয়াও গত ম্যাচে রান পাওয়ায় টাইটান্স শিবিরে ব্যাপক স্বস্তি। বোলিং নিয়ে অবশ্য চিন্তার জায়গা নেই। মহম্মদ সামি, রশিদ খান, অভিজ্ঞ মোহিত শর্মাদের পাশাপাশি সদ্য আইপিএলে অভিষেক ঘটা আফগান চায়নাম্যান নুর আহমেদ নজর কাড়ছেন। গত বারের চ্যাম্পিয়ন বনাম আইপিএলের সবচেয়ে সফল দলের ম্য়াচ, রুদ্ধশ্বাস একটা লড়াইয়ের অপেক্ষা আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।