GT vs RR IPL 2023 Match Prediction : চ্যাম্পিয়ন বনাম রানার্স, বাটলার-রশিদ দ্বৈরথের অপেক্ষা
Gujarat Titans vs Rajasthan Royals Preview : গুজরাট শিবিরে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন বাটলার। তবে তাঁর বিরুদ্ধে গুজরাটের সেরা অস্ত্র হয়ে উঠতে পারেন রশিদ খান। পরিসংখ্যান বলছে রশিদ খানের বিরুদ্ধে জস বাটলারের ব্যাটিং গড় মাত্র ৬৯ এবং ১১ ইনিংসের মধ্য়ে চার বার বাটলারকে আউট করেছেন রশিদ।
দীপঙ্কর ঘোষাল : গত বারের চ্যাম্পিয়ন বনাম রানার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরও একটা আকর্ষণীয় ম্য়াচের অপেক্ষা। আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। গত বারের আইপিএলে অভিষেক হয় গুজরাট টাইটান্সের। ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে চ্য়াম্পিয়ন হয়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টাইটান্স। এ মরসুমে ভালো-মন্দে চলছে। কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ওভারে হারের পর অ্যাওয়ে ম্য়াচে পঞ্জাবের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে তারা। জিতলেও গুজরাট শিবিরে চিন্তা বাড়াচ্ছে অনেক কিছুই। অন্য় দিকে, রাজস্থান রয়্যালস আত্মবিশ্বাসের তুঙ্গে। বিশেষ করে চিপকের মাঠে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে বাড়তি আত্মবিশ্বাসী তারা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস ম্য়াচ প্রিভিউ TV9Bangla Sports-এ।
গুজরাট টাইটান্স শিবিরে যেন সব ভালো, কিন্তু অনেক ফাঁক। তরুণ ওপেনার শুভমন গিল দুর্দান্ত ফর্মে। পঞ্জাবের বিরুদ্ধে সুযোগ ছিল ম্য়াচ জিতিয়ে মাঠ ছাড়ার। শেষ ওভারের প্রথম বলে তিনি আউট হতেই সাময়িক চাপে পড়েছিল টাইটান্স। আর এক ওপেনার ঋদ্ধিমান সাহা প্রতি ম্যাচেই বিধ্বংসী শুরু করছেন, বড় ইনিংস আসছে না। তবে এ সবের চেয়েও চিন্তা খোদ অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ব্য়াটিং ফর্ম। এ মরসুমে এখনও জ্বলে উঠতে পারেননি হার্দিক। গুজরাটের বোলিং আক্রমণ বিধ্বংসী ফর্মে। মহম্মদ সামি, আলজারি জোসেফ এবং ভুললে চলবে না লেগ স্পিনার রশিদ খানের কথা। এ মরসুমে এখনও অবধি একমাত্র হ্যাটট্রিক রশিদের নামেই।
রাজস্থান রয়্যালস শিবিরে বড় চিন্তা ট্রেন্ট বোল্টের ফিটনেস। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে পারেননি বোল্ট। এই ম্য়াচে তাঁকে পাওয়া যাবে কিনা নিশ্চিত নয়। বোল্ট পাওয়ার প্লে-তে রাজস্থানের অন্য়তম ভরসা। ব্য়াটিংয়ের দিক থেকে যশস্বী জয়সোয়াল এবং জস বাটলার বিধ্বংসী ফর্মে। বিশেষ করে বলতে হয় বাটলারের কথা। ধারাবাহিক রান করছেন। গুজরাট শিবিরে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন বাটলার। তবে তাঁর বিরুদ্ধে গুজরাটের সেরা অস্ত্র হয়ে উঠতে পারেন রশিদ খান। পরিসংখ্যান বলছে রশিদ খানের বিরুদ্ধে জস বাটলারের ব্যাটিং গড় মাত্র ৬৯ এবং ১১ ইনিংসের মধ্য়ে চার বার বাটলারকে আউট করেছেন রশিদ।