পাল্লেকেলে: এশিয়া কাপে আজ রোহিত বনাম রোহিত! সত্যিই তাই। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে নামছে রোহিত পাওডেলের নেতৃত্বাধীন নেপাল। এশিয়া কাপে এ বারই অভিষেক হল নেপালের। ২০১৮ সালে ওডিআই ক্রিকেটের স্বীকৃতি পেয়েছে তারা। আইসিসি পূর্ণ সদস্য দেশগুলির বিরুদ্ধে খুব বেশি খেলার সুযোগ হয়নি। এশিয়া কাপে অভিষেক ম্যাচে এই ফরম্যাটে এক নম্বর টিম পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে নেপাল। ২৩৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে। মুলতান থেকে এ বার পাল্লেকেলে। নেপালের কাছে স্বপ্নপূরণের ম্যাচ। প্রথম বার ভারতের বিরুদ্ধে খেলার সুযোগ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিরাট কোহলি, রোহিত শর্মাদের ভক্ত। জাতীয় দলের হয়ে কারও এদের বিরুদ্ধে খেলার সুযোগ হয়নি। আইপিএলে খেলার সৌজন্যে ভারতীয় সুপারস্টারদের কিছুটা সামনে আসার সুযোগ হয়েছে একমাত্র সন্দীপ লামিছানের। নেপাল দলের ক্রিকেটাররা উচ্ছ্বাসে ভাসছেন। ম্যাচের ফল যাই হোক, অনেক কিছু শেখার সুযোগ হবে। তবে আশঙ্কা সেই বৃষ্টি। একই মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে। ভারতীয় ইনিংস শেষ হলেও ম্যাচ সম্পূর্ণ হয়নি। ইনিংস বিরতিতে বৃষ্টি। কিছুক্ষণের জন্য কমলেও ফের একই পরিস্থিতি। অনেক অপেক্ষাতেও ম্যাচ সম্পূর্ণ করা যায়নি।
ভারতের কাছে এই ম্যাচ হার-জিতের চেয়েও বেশি। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে প্রস্তুতির কোনও সুযোগই হবে না। গত ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হয়েছে। তেমনই চার নম্বরে ফেরা শ্রেয়স আইয়ারও নজর কাড়তে পারেননি। সবচেয়ে বেশি হতাশা বোলিংয়ের দিক থেকে। জসপ্রীত বুমরা ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন। এই ম্যাচেও দুই পেস বোলিং অলরাউন্ডার খেলানো হবে কিনা সেটাও প্রশ্ন। সেক্ষেত্রে বুমরার পরিবর্তে মহম্মদ সামি-প্রসিধ কৃষ্ণার মধ্যে একজনকে খেলানো হবে। আর এই দু-জনকেই খেলানো হলে বাদ পড়বেন শার্দূল ঠাকুর। বিশ্বকাপের স্কোয়াড বাছাইয়ের আগে প্রস্তুতির দিক থেকেই ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এক দিনের ব্যবধানে ম্যাচ, ভারতীয় দল অনুশীলন করেনি। ম্যাচ প্র্যাক্টিসই এখন বেশি প্রয়োজন।