Asia cup 2023 IND vs SL Match Prediction: ভারতের লক্ষ্য অষ্টম ট্রফি, বাধা শ্রীলঙ্কা-স্পিন; নজরে বৃষ্টিও

Asia cup 2023 India vs Sri Lanka Final Match Preview: বিশ্বকাপের আগে আরও একবার কম্বিনেশন দেখে নেওয়ার সুযোগ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। এ বারের এশিয়া কাপ জয় ভারতের প্রেক্ষিতে নানা কারণে গুরুত্বপূর্ণ। আইসিসি টুর্নামেন্টে ভারত শেষ ট্রফি জিতেছে ২০১৩ সালে। এরপর থেকে সেমিফাইনাল এবং ফাইনালেই সীমাবদ্ধ থেকেছে ট্রফির প্রত্যাশা। দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও মাল্টি টিম ইভেন্টে ভারতের ট্রফি খরা চলছে।

Asia cup 2023 IND vs SL Match Prediction: ভারতের লক্ষ্য অষ্টম ট্রফি, বাধা শ্রীলঙ্কা-স্পিন; নজরে বৃষ্টিও
Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 9:30 AM

কলম্বো: সুপার ফোর পর্ব শেষে এক দিনের ব্যবধানে ফাইনাল। শনিবার আর অনুশীলনে নামেনি ভারতীয় দল। প্রস্তুতি আগে সেরে নিয়েছিলেন বিরাট-হার্দিকরা। এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি টুর্নামেন্টের দুই সফল দল। শ্রীলঙ্কা গত বারের চ্যাম্পিয়ন। এ বার এক মাত্র হার সুপার ফোরে ভারতের কাছে। সব মিলিয়ে সপ্তম ট্রফির খোঁজে শ্রীলঙ্কা। অন্যদিকে, ভারতীয় দলও এ বারের টুর্নামেন্টে একটি ম্যাচেই হেরেছে। সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে। হারটা চিন্তার না হলেও ‘গর্বের’ রিজার্ভ বেঞ্চ অবশ্যই ভাবনা বাড়িয়েছে। এশিয়া কাপের স্কোয়াড থেকে প্রসিধ কৃষ্ণ এবং তিলক ভার্মা ছাড়া সকলেই বিশ্বকাপে থাকছেন। পরীক্ষা সফল হল কি? এশিয়া কাপ ফাইনালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টুর্নামেন্টের শুরুতেই প্রথম সারির বোলাররা ছিটকে যাওয়ায় প্রবল চাপে ছিল শ্রীলঙ্কা। সেখান থেকে ফাইনালে পৌঁছেছে তারা। সমস্যা মেটেনি। ফাইনালের আগে ছিটকে যান মহেশ থিকসানা। ভারতীয় দলে টুর্নামেন্টের শুরুতে অস্বস্তি ছিল লোকেশ রাহুলকে নিয়ে। ফাইনালের আগে ছিটকে গিয়েছেন অক্ষর প্যাটেল। সুপার ফোরে প্রত্যাবর্তন হয় লোকেশ রাহুলের। প্রত্যাবর্তনে প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি। পরবর্তী দুই ম্যাচে ভরসা দিতে পারেননি। মন্থর পিচে তাঁর মন্থর ব্যাটিং চিন্তায় রাখতে বাধ্য। শ্রীলঙ্কার বাঁ হাতি স্পিনার দুনিত ওয়াল্লাগের বিরুদ্ধে সমস্যায় দেখিয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ তাঁকে সমস্যায় ফেলেন। এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ রাহুলের কাছে।

বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজরা ফাইনালে ফিরছেন। বিশ্বকাপের আগে আরও একবার কম্বিনেশন দেখে নেওয়ার সুযোগ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। লক্ষ্য আরও একটা। এ বারের এশিয়া কাপ জয় ভারতের প্রেক্ষিতে নানা কারণে গুরুত্বপূর্ণ। আইসিসি টুর্নামেন্টে ভারত শেষ ট্রফি জিতেছে ২০১৩ সালে। এরপর থেকে সেমিফাইনাল এবং ফাইনালেই সীমাবদ্ধ থেকেছে ট্রফির প্রত্যাশা। দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও মাল্টি টিম ইভেন্টে ভারতের ট্রফি খরা চলছে। ২০১৮ সালে এশিয়া কাপই ছিল ভারতের শেষ মাল্টি টিম ইভেন্ট ট্রফি। সে বারও অধিনায়ক ছিলেন রোহিত শর্মা।

ঘরের মাঠে বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপের মতো মাল্টি টিম ইভেন্ট জিতে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াও লক্ষ্য টিম ইন্ডিয়ার। চিন্তা সেই স্পিনের বিরুদ্ধে ব্যাটিং। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেও বাঁ হাতি স্পিনার দুনিতকে সামলাতে হিমসিম খেয়েছে টিম ইন্ডিয়ার তারকাখচিত ব্যাটিং লাইন আপ। ফাইনালেও থাকছেন দুনিত। দু-দলের এক চোখ যদি ট্রফিতে থাকে, দ্বিতীয়টি আবহাওয়ায়। এ বারের এশিয়া কাপে অন্যতম বাধা বৃষ্টি। ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে রিজার্ভ ডে রাখতে হয়েছিল। ম্যাচের ফল হয়েছিল রিজার্ভ ডে-তেই। ফাইনালেও রিজার্ভ ডে রয়েছে। ক্লান্তির দিক থেকে দু-দলই চাইবে, আজই ম্যাচ সম্পূর্ণ হোক। প্রকৃতির ওপর কারই বা নিয়ন্ত্রণ থাকে!