IND vs SL 3rd T20 Preview: আজ সিরিজ ফয়সলার ম্যাচে মুখোমুখি ধাওয়ান-শানাকা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 29, 2021 | 12:05 PM

India vs Sri Lanka 3rd T20 Prediction: প্রতিকূল পরিস্থিতি সামলে টি-২০ সিরিজ ভারতীয় শিবিরেই আনতে মরিয়া টিম ইন্ডিয়ার তরুণ তুর্কিরা।

IND vs SL 3rd T20 Preview: আজ সিরিজ ফয়সলার ম্যাচে মুখোমুখি ধাওয়ান-শানাকা
IND vs SL 3rd T20 Preview: আজ সিরিজ ফয়সলার ম্যাচে মুখোমুখি ধাওয়ান-শানাকা

Follow Us

কলম্বো: ক্রুণাল পান্ডিয়ার করোনা (COVID-19) আক্রান্তের খবর পাওয়ার পর থেকেই ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দ্বিতীয় টি-২০ (T-20) ঘিরে চিন্তার চোরাস্রোত ছিল। ২৭ জুলাই যার জন্য দ্বিতীয় টি-২০ ম্যাচ স্থগিতও করা হয়। সেইসব কাটিয়ে গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে মাঠে ফিরেছিল ভারতীয় দল। আজ, বৃহস্পতিবার সিরিজের নির্ণায়ক ম্যাচ। আজ রাত ৮ টায় ক্রিকেটপ্রেমীদের চোখ রাখতে হবে কলম্বোয় হতে চলা ধাওয়ান-শানাকাদের দ্বৈরথে।

ক্রুণাল পান্ডিয়ার সংস্পর্শে আসার জন্য টিম ইন্ডিয়ার আট ক্রিকেটার [পৃথ্বী শ (Prithvi Shaw), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), দীপক চাহার (Deepak Chahar), মণীশ পাণ্ডে (Manish Pandey), ঈশান কিষাণ (Ishan Kishan) ও কৃষ্ণাপ্পা গৌতম (K Gowtham)] আইসোলেশনে থাকায়, বাকি ক্রিকেটারদের দিয়ে দল সাজিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় জার্সিতে ৪ তরুণ ক্রিকেটারের অভিষেকও (ঋতুরাজ গায়কোয়াড়, দেবদত্ত পাড়িক্কাল, নীতিশ রানা ও চেতন সাকারিয়া) হয়েছে। পর্যাপ্ত ব্যাটসম্যান না থাকার ফলে, ১৩৩ রানের টার্গেট দেন ধাওয়ানরা। তবে শেষমেশ দ্বিতীয় টি-২০ জিতে সিরিজে সমতা ফেরায় দাসুন শানাকার শ্রীলঙ্কা।

দ্বিতীয় টি-২০ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান নভদীপ সাইনি। একে ক্রিকেটারের অভাব তার ওপর সাইনির চোট। কম ক্রিকেটার থাকায় বিসিসিআইয়ের তরফে কালই ঘোষণা করা হয়েছিল ৫ নেট বোলারকে দলের অংশ করা হচ্ছে। ফলে আজকের ম্যাচে সাইনির জায়গায় অন্য কোনও বোলারকে প্রথম একাদশে দেখা যেতে পারে। সাইনির চোট কতটা গুরুতর তা এখনও জানানো হয়নি বোর্ডের তরফে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), নীতিশ রানা, ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), কুলদীপ যাদব, রাহুল চাহার, নভদীপ সাইনি/ঈশান পোড়েল/অর্শদীপ সিং, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী।

শ্রীলঙ্কার সম্ভাব্য প্রথম একাদশ: অভিস্কা ফার্নান্ডো, মিনোড ভানুকা (উইকেটকিপার), ধনঞ্জয় দি সিলভা, সদীরা সামারাবিক্রমা, রমেশ মেন্ডিস, ভানিন্দু হাসারঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ইসুরু উদানা, দুশমন্ত চামিরা ও আকিলা ধনঞ্জয়।

আরও পড়ুন: IND vs SL 2nd T20 Highlights: সিরিজে সমতা ফেরাল শানাকার শ্রীলঙ্কা

Next Article