KKR vs RR IPL 2023 Match Prediction : ইডেনে আজ কোয়ালিটি স্পিনের লড়াই

Kolkata Knight Riders vs Rajasthan Royals Preview : বোলারদের ওপর নজর থাকলেও ভুললে চলবে না দু-দলের। কেকেআর শিবিরে রহমানুল্লা গুরবাজ, জেসন রয়, নীতীশ রানা, রিঙ্কু সিং অনবদ্য ছন্দে। গত ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেল। তাঁর ফর্মে ফেরা কেকেআর শিবিরে বাড়তি স্বস্তি দিয়েছে। রাজস্থান রয়্যালস শিবিরে যশস্বী জয়সোয়াল, জস বাটলার, অধিনায়ক সঞ্জু স্যামসনরা রয়েছেন।

KKR vs RR IPL 2023 Match Prediction : ইডেনে আজ কোয়ালিটি স্পিনের লড়াই
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 11, 2023 | 10:00 AM

দীপঙ্কর ঘোষাল : ভালো শুরু করেও খেই হারিয়েছে রাজস্থান রয়্যালস। কলকাতা নাইট রাইডার্সের শুরুটা ভালো না হলেও শেষ মুহূর্তে জমে গিয়েছে প্লে-অফের লড়াই। ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি কলকাতা ও রাজস্থান। দু-দলের কাছেই মরণ বাঁচন ম্যাচ। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে জয় ছাড়া বিকল্প নেই। রাজস্থান রয়্যালস হারের হ্য়াটট্রিক করে এসেছে। শেষ ছয় ম্য়াচের মধ্যে মাত্র একটি জয়। কেকেআর ধারাবাহিক না হলেও গত দুই ম্য়াচেই রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে। সে কারণেই আত্মবিশ্বাসে ভরপুর কলকাতা নাইট রাইডার্স শিবির। ইডেনে যেমন দু-দলের ব্য়াটারদের লড়াই তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে স্পিনারদের পারফরম্য়ান্স। ইডেনে স্পিনাররা সাহায্য পাচ্ছেন। দুই শিবিরেই দক্ষ স্পিনার রয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ প্রিভিউ TV9Bangla Sports-এ।

আর মাত্র এক উইকেট। আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি হবেন যুজবেন্দ্র চাহাল। গত ম্য়াচে চার উইকেট নিলেও দল হেরেছে। ইডেন গার্ডেন্সে যুজবেন্দ্র চাহালের ওপর বাড়তি নজর থাকবে। আইপিএলে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় গত ম্য়াচে ডোয়েন ব্র্যাভোকে ছুঁয়েছেন তিনি। দু-জনই ১৮৩টি করে উইকেট নিয়েছেন। ইডেনে চাহালের পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন এবং অ্যাডাম জাম্পাও রয়েছেন। কেকেআরে রয়েছেন বরুণ চক্রবর্তী, সূয়াশ শর্মা এবং সুনীল নারিন। শেষের জন উইকেটের দিক থেকে ধারাবাহিক নন। তবে বরুণ চক্রবর্তী অনবদ্য ছন্দে।

স্পিনের লড়াইয়ে কোন দল এগিয়ে! ম্য়াচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কেকেআরের রিঙ্কু সিং বলেন, ‘অবশ্যই স্পিনে আমরা এগিয়ে। আমাদের মিস্ট্রি স্পিনার রয়েছে।’ একই বিষয় নিয়ে রাজস্থানের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্ট বলেন, ‘দুই শিবিরেই দক্ষ স্পিনার রয়েছে। খুবই রোমাঞ্চকর হতে চলেছে। আশা করি আমরা এই লড়াইয়ে জিতব। ইডেনে স্পিন বড় ভূমিকা নেয়। তবে এখানকার পিচে সুইংও রয়েছে কিছুটা। ব্য়ক্তিগত ভাবে আমি ইডেনে বোলিং উপভোগ করি।’

বোলারদের ওপর নজর থাকলেও ভুললে চলবে না দু-দলের। কেকেআর শিবিরে রহমানুল্লা গুরবাজ, জেসন রয়, নীতীশ রানা, রিঙ্কু সিং অনবদ্য ছন্দে। গত ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেল। তাঁর ফর্মে ফেরা কেকেআর শিবিরে বাড়তি স্বস্তি দিয়েছে। রাজস্থান রয়্যালস শিবিরে যশস্বী জয়সোয়াল, জস বাটলার, অধিনায়ক সঞ্জু স্যামসনরা রয়েছেন। তাদের বড় সমস্যা টিম গেম। কোনও ম্যাচে বোলিং দুর্দান্ত হচ্ছে, কোনও ম্যাচে ব্য়াটিং। শেষ ম্য়াচগুলি যথেষ্ঠ ক্লোজ হয়েছিল। কেকেআরের লক্ষ্য থাকবে জয়ের হ্যাটট্রিক। তেমনই রাজস্থানের লক্ষ্য থাকবে, হারের হ্যাটট্রিক থেকে ফেরা।