LSG vs CSK IPL 2022 Match Prediction: আজ রাহুলদের সামনে ধোনি-জাড্ডুদের চেন্নাই

Lucknow Supergiants vs Chennai Super Kings Preview: মহেন্দ্র সিং ধোনির চার নম্বরে ব্যাটিং করা উচিত? প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেটমহলে। গত ম্যাচেই হাফসেঞ্চুরি করায় ধোনির ব্যাটিং অর্ডার বদলানো উচিত বলে মনে করছে ক্রিকেটমহলের একাংশ। সেক্ষেত্রে দলের ব্যাটিং ভিত অনেক মজবুত হবে। পাশাপাশি ফিনিশার মাহিকে দেখতে চাইছেন অনেকেই।

LSG vs CSK IPL 2022 Match Prediction: আজ রাহুলদের সামনে ধোনি-জাড্ডুদের চেন্নাই
চেন্নাই সুপার কিংস বনাম লখনউ সুপারজায়ান্টস। ছবি: টুইটার

| Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Mar 31, 2022 | 8:00 AM

মুম্বই: মঙ্গলবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে লখনউ সুপারজায়ান্টসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। গত আইপিএল চ্যাম্পিয়নদের এ বারের অভিযানটা মোটেই সুখকর হয়নি। প্রথম ম্যাচেই কেকেআরের কাছে ৬ উইকেটে হারতে হয়েছে ধোনিতে। বৃহস্পতিবার ব্র্যাবোর্নে ঘুরে দাঁড়ানোর লড়াই সিএসকের। চেন্নাই শিবিরে একটাই স্বস্তি, লখনউ ম্যাচের আগে দলে যোগ দিয়েছেন মইন আলি। ইংল্যান্ডের অলরাউন্ডার দলে ফেরায় অনেকটাই শক্তি বেড়েছে সিএসকের। প্রথম ম্যাচে রান পাননি ঋতুরাজ গায়কোয়াড়। লখনউয়ের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া তিনি। ডিভন কনওয়েও নাইটদের বিরুদ্ধে রান পাননি। ধোনি গত ম্যাচে রান করায় চেন্নাই হারলেও, দলের আত্মবিশ্বাস কিছুটা বেড়েছে। অন্যদিকে কেএল রাহুলের লখনউ প্রথম ম্যাচেই হেরেছে গুজরাতের কাছে। সিএসকের বিরুদ্ধে আইপিএলের প্রহথম জয় পেতে মরিয়া রাহুলরা।

 

মহেন্দ্র সিং ধোনির চার নম্বরে ব্যাটিং করা উচিত? প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেটমহলে। গত ম্যাচেই হাফসেঞ্চুরি করায় ধোনির ব্যাটিং অর্ডার বদলানো উচিত বলে মনে করছে ক্রিকেটমহলের একাংশ। সেক্ষেত্রে দলের ব্যাটিং ভিত অনেক মজবুত হবে। পাশাপাশি ফিনিশার মাহিকে দেখতে চাইছেন অনেকেই। ঋতুরাজ-কনওয়ে জুটি ওপেনিংয়ে। তিন নম্বরে দেখা যেতে পারে মইন আলিকে। মিচেল স্যান্টনারের জায়গায় মইন আলির খেলার সম্ভাবনা প্রবল। রায়াডু, জাডেজারা থাকছেন ব্যাটিং বিভাগে। বোলিং বিভাগে থাকবেন ডোয়েন ব্র্যাভো, তুষার দেশপান্ডেরা।

 

লখনউ অধিনায়ক লোকেশ রাহুল প্রথম ম্যাচে প্রথম বলেই আউট হয়ে ফিরে যান। সিএসকের বিরুদ্ধে রানে ফেরার চ্যালেঞ্জ কেএল রাহুলের। প্রথম ম্যাচেই ব্যাট হাতে দলকে ভরসা দিয়েছেন আয়ুষ বাদোনি। এভিন লুইস, মণীশ পান্ডে, কুইন্টন ডি’ককরাও রানে ফিরতে মরিয়া। দীপক হুডা গুজরাতের বিরুদ্ধে রান পেয়েছিলেন। ব্যাটিং বিভাগের পাশাপাশি লখনউয়ের বোলিং বিভাগকেও সচেষ্ট থাকতে হবে। গুজরাতের বিরুদ্ধে ভালো পজিশনে থেকেও ম্যাচ জিততে পারেননি লোকেশ রাহুলরা। পেসার আবেশ খানকে একেবারেই ছন্দে দেখা যায়নি। মহসিন খান, দুশমন্ত চামিরাও প্রস্তুত সিএসকের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে।

 

সিএসকে স্কোয়াড: রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মহেশ থেকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, সিমরনজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, সুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, ক্রিস জর্ডান, এন জগদীশান, মুকেশ চৌধুরি, কে ভগত ভর্মা।

 

লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।

 

 

আরও পড়ুন: IPL 2022: ক্যাপ্টেন্সি ছাড়ার প্রশ্নে কনওয়েকে কি উত্তর দিয়েছিলেন ধোনি?