LSG vs RCB IPL 2022 Match Prediction: আজ নজরে বিরাট-রাহুল দ্বৈরথ
Lucknow Super Giants vs Royal Challengers Bangalore Preview: আরসিবি গত ম্যাচ জিতলেও টপ অর্ডার নিঃসন্দেহে ভাবাচ্ছে। শেষ ম্যাচে দীনেশ কার্তিকের ম্যাজিকাল ইনিংস আরসিবির ঝুলিতে মূল্যবান ২ পয়েন্ট এনে দেয়। অধিনায়ক ফাফ ডুপ্লেসি প্রথম ম্যাচের পর সে ভাবে রান পাচ্ছেন না। লখনউয়ের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া আরসিবি অধিনায়ক।

মুম্বই: একটা দল এখনও আইপিএলের (IPL 2022) খেতাব পায়নি। কাপ আর ঠোঁটের ফারাকটা এ বার ঘোচাতে মরিয়া। অপর দল এ বারের আইপিএলেই প্রথমবার খেলতে নেমে চমকে দিচ্ছে। আজ সন্ধেয় ডিওয়াই পাটিল স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের (LSG) সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। লিগ টেবিলের প্রথম চারের মধ্যেই রয়েছে দুই দল। দুটো দলের পয়েন্টও সমান। ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট। আজ জিতলেই ছুঁয়ে ফেলবে গুজরাতের ১০ পয়েন্টকে। রান রেট ভালো রাখতে পারলে, শীর্ষে ওঠার সম্ভাবনাও রয়েছে। তবে আজকের ম্যাচের যাবতীয় আকর্ষণ লোকেশ রাহুল বনাম বিরাট কোহলি দ্বৈরথ ঘিরেই। গত ম্যাচেই সেঞ্চুরি করেছেন রাহুল। শততম আইপিএলে সেঞ্চুরি করে নজির গড়েছেন। কোহলিকে এখনও সে ভাবে রানের মধ্যে দেখা যাচ্ছে না। একই সঙ্গে আরও একটা ট্যাগলাইন রয়েছে আজকের ম্যাচে। কুইন্টন ডি’কক বনাম ফাফ ডুপ্লেসি।
আরসিবি গত ম্যাচ জিতলেও টপ অর্ডার নিঃসন্দেহে ভাবাচ্ছে। শেষ ম্যাচে দীনেশ কার্তিকের ম্যাজিকাল ইনিংস আরসিবির ঝুলিতে মূল্যবান ২ পয়েন্ট এনে দেয়। অধিনায়ক ফাফ ডুপ্লেসি প্রথম ম্যাচের পর সে ভাবে রান পাচ্ছেন না। লখনউয়ের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া আরসিবি অধিনায়ক। সঙ্গী অনুজ রাওয়াত এ বারের আইপিএলের আবিষ্কার। বাঁ-হাতি উইকেটকিপার ব্যাটার লখনউয়ের বিরুদ্ধে বড় রান করতে তৈরি। তবে আরসিবিকে ভাবাচ্ছে বিরাট কোহলির ফর্ম। শেষ দুটো ম্যাচেই রান আউট হয়েছেন। আবেশ খান, জেসন হোল্ডারদের বিরুদ্ধে রানে ফেরার চ্যালেঞ্জ কোহলির কাছে। ম্যাক্সওয়েল গত ম্যাচে রান পেয়েছেন। তাই স্বস্তিতে আরসিবি শিবির। লোয়ার অর্ডারে দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদরা দুরন্ত ব্যাটিং করায় ব্যাঙ্গালোরের জয়ের রাস্তা প্রশস্ত হচ্ছে। হর্ষল প্যাটেল গত ম্যাচে ফেরায় বোলিং বিভাগ অনেকটা শক্তিশালী হয়েছে। সঙ্গে থাকছেন জোস হ্যাজেলউড, সিরাজ, হাসারাঙ্গা।
এ দিকে লখনউ শিবির আত্মবিশ্বাসের চূড়ায়। গত ম্যাচেই সেঞ্চুরি করেছেন অধিনায়ক লোকেশ রাহুল। রান পেয়েছেন মণীশ পান্ডেও। কুইন্টন ডি’কক গত ম্যাচে রান না পেলেও আইপিএলে ফর্মের মধ্যেই আছেন। দলে বেশ ভারসাম্য রয়েছে। দীপক হুডা, মার্কাস স্টোয়নিস, আয়ুষ বাদোনির মতো ব্যাটাররা আছেন দলে। অলরাউন্ডার জেসন হোল্ডার দলের সম্পদ। বোলিংয়ে আবেশ খান, দুশ্মন্ত চামিরা, রবি বিষ্ণোইরা তৈরি বিরাটদের চমকে দিতে। আবেশ খান এর আগে আরসিবিতে খেলতেন। কোহলি, ম্যাক্সওয়েলদের দুর্বলতা ভালোই জানেন তিনি। বিষ্ণোইয়ের লেগস্পিনও যে কোনও সময় ফ্যাক্টর হতে পারে।
ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এক হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। লোকেশ রাহুল নাকি বিরাট কোহলি, কার মুখে শেষ হাসি ফুটবে সে দিকেই তাকিয়ে ক্রিকেটমহল।
লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু’প্লেসি, হর্ষল প্যাটেল, ভানিন্দু হাসারঙ্গা, দীনেশ কার্তিক, জশ হ্যাজেলউড, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশ দীপ, মহিপাল লোমরোর, ফিন অ্যালেন, শেরফান রাদারফোর্ড, জেসন বেহরানডর্ফ, অন্নেশর গৌতম, সুয়শ প্রভুদেশাই, চামা মিলিন্দ, কর্ণ শর্মা, সিদ্ধার্ধ কৌল, লভনীথ সিসোদিয়া, ডেভিড উইলি।
আরও পড়ুন: IPL 2022: দিল্লির এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার করোনা আক্রান্ত, আইপিএল ঘিরে বাড়ছে আশঙ্কা
