LSG vs GT IPL 2023 Match Prediction : টাইটান্সের বিরুদ্ধেও চমকের অপেক্ষায় সুপার জায়ান্টস

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 22, 2023 | 10:00 AM

Lucknow super Giants vs Gujarat Titans Preview : বোলিংয়ে কিছুটা এগিয়ে রাখা যায় টাইটান্সকে। সৌজন্য়ে মহম্মদ সামি। পাওয়ার প্লে স্পেশালিস্ট সামি ইতিমধ্যেই ১০ উইকেট নিয়েছেন। ছন্দে রয়েছেন লেগ স্পিনার রশিদ খান। তেমনই গত ম্য়াচে ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে অভিষেক হওয়া আফগান চায়নাম্যান নুর আহমেদও ভালো বোলিং করেছেন।

LSG vs GT IPL 2023 Match Prediction : টাইটান্সের বিরুদ্ধেও চমকের অপেক্ষায় সুপার জায়ান্টস
Image Credit source: twitter

Follow Us

দীপঙ্কর ঘোষাল : লখনউয়ের হাসি হয়তো এখনও থামেনি। তারা নিজেরাও হয়তো ভাবেনি গত ম্যাচটা জেতা যাবে। শেষ মুহূর্তে কী যেন একটা হয়ে গেল। রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে অল্প রানের পুঁজি নিয়েও ১০ রানে জয়। অথচ একটা সময় ম্য়াচ রাজস্থান রয়্যালসের প্রায় দখলেই ছিল। ৫১ বলে ৬৮ রান প্রয়োজন ছিল রাজস্থানের। হাতে তখনও ১০ উইকেট। কিন্তু দুর্দান্তভাবে ম্য়াচে ফেরে লখনউ সুপার জায়ান্টস। মার্কাস স্টইনিস পর পর দু ওভারে দুটি উইকেট, সঞ্জু স্য়ামসনের রানআউট, শেষ ওভারে আবেশ খানের অনবদ্য বোলিং, বাউন্ডারি লাইনে দীপক হুডার দুর্দান্ত ক্যাচ। একটা রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু এ বারের টুর্নামেন্টে একেবারেই ধারাবাহিক নয় লখনউ। কোনও ম্য়াচে অবিশ্বাস্য় জয়, কখনও আবার জেতা ম্য়াচ হাতছাড়া করা। আজ লখনউ ঘরের মাঠে খেলবে গত বারের চ্য়াম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাট টাইটান্স ম্য়াচ প্রিভিউ TV9Bangla Sports-এ।

লখনউয়ের মতো কিছুটা একই পরিস্থিতিতে গুজরাট টাইটান্স। এ মরসুমে অন্তত দুটো ম্য়াচে দাপট দেখিয়েও শেষ মুহূর্তে হার। তার মধ্যে একটা এ মরসুমেরই শুধু নয়, আইপিএলের ইতিহাসেও অন্যতম সেরা ম্যাচের তালিকায় জায়গা করে নেবে। কলকাতা নাইট রাইডার্সের কাছে শেষ ওভারে হারে গুজরাট। রিঙ্কু সিং শেষ পাঁচ বলে পাঁচ ছক্কায় মহাকাব্যিক জয় এনে দিয়েছিলেন নাইটদের। গত ম্য়াচেও হেরেছে গুজরাট। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই ম্য়াচে জয় যেন সময়ের অপেক্ষা টাইটান্সের। খাদের কিনারা থেকে অনবদ্য ইনিংস খেলেছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। শেষ দিকে সেই ভিতে দাঁড়িয়ে ম্যাচ জেতানো ইনিংস শিমরন হেটমায়ারের।

লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্সের মধ্যে ব্য়াটিংয়ের দিক থেকে দু-দলই কার্যত সমান জায়গায়। গুজরাট টাইটান্সের যেমন শুভমন গিল, সাই সুদর্শন, ডেভিড মিলাররা দারুণ ছন্দে রয়েছেন। গত ম্য়াচে রান না পেলেও ধারাবাহিক কার্যকরী ইনিংস খেলছেন ঋদ্ধিমান সাহা। তেমনই গত ম্য়াচে ক্যামিও খেলেছেন অভিনব মনোহর। লখনউ সুপার জায়ান্টসে কাইল মেয়ার্স ভালো ছন্দে। তেমনই রানে ফিরেছেন অধিনায়ক লোকেশ রাহুলও। মার্কাস স্টইনিস, নিকোলাস পুরানও রয়েছেন। বোলিংয়ে কিছুটা এগিয়ে রাখা যায় টাইটান্সকে। সৌজন্য়ে মহম্মদ সামি। পাওয়ার প্লে স্পেশালিস্ট সামি ইতিমধ্যেই ১০ উইকেট নিয়েছেন। ছন্দে রয়েছেন লেগ স্পিনার রশিদ খান। তেমনই গত ম্য়াচে ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে অভিষেক হওয়া আফগান চায়নাম্যান নুর আহমেদও ভালো বোলিং করেছেন। সব মিলিয়ে একটা রুদ্ধশ্বাস ম্য়াচ জিতে আসা লখনউ সুপার জায়ান্টস এবং শেষ ওভারে হারের হতাশা থাকা গুজরাট টাইটান্স মুখোমুখি হতে চলেছে।

Next Article
IPL 2023 Purple Cap: পার্পল ক্যাপের দৌড়ে সামিল স্যার জাডেজা
IPL 2023 RCB vs RR Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ