LSG vs MI IPL 2023 Match Prediction : হাইস্কোরিং ওয়াংখেড়ে থেকে লখনউ, স্পিন পরীক্ষার সামনে স্কাইরা!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 16, 2023 | 10:00 AM

Lucknow Super Giants vs Mumbai Indians Preview : মুম্বইয়ের তরুণ ব্যাটাররা ভালো পারফরম্যান্স করছেন। লখনউয়ের মন্থর পিচে কেমন পারফর্ম করেন সেদিকে নজর থাকবে। লখনউ শিবিরের ব্যাটিংয়ে মূল ভরসা নিকোলাস পুরান এবং মার্কাস স্টইনিস। এই দুজনকে দ্রুত ফেরাতে পারলে অ্যাডভান্টেজ থাকবে মুম্বই ইন্ডিয়ান্স।

LSG vs MI IPL 2023 Match Prediction : হাইস্কোরিং ওয়াংখেড়ে থেকে লখনউ, স্পিন পরীক্ষার সামনে স্কাইরা!
Image Credit source: IPL

Follow Us

দীপঙ্কর ঘোষাল : হাইওয়ে থেকে খানা-খন্দে ভরা রাস্তায়। মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে পরিস্থিতি এমনই। হাই-স্কোরিং ওয়াংখেড়েতে দুর্দান্ত পারফর্ম করছিল মুম্বই ইন্ডিয়ান্স। বিশেষ করে বলতে হয় সূর্যকুমার যাদবের কথা। কিন্তু আজ কঠিন চ্যালেঞ্জ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। ওয়াংখেড়েতে ২০০ প্লাস রান তাড়া করা সহজই লেগেছে মুম্বইয়ের। এ বার কঠিন পরিস্থিতিতে নামতে হবে। শুধুমাত্র পিচের দিক থেকে নয়, পয়েন্ট টেবলের দিক থেকেও। ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে গুজরাট টাইটান্স। ফলে স্লট বাকি মাত্র ৩টে। দৌড়ে রয়েছে বাকি ৮টি দলই। একটা জয়, একটা লাইফলাইন। মুম্বই ইন্ডিয়ান্সও যেমন আরও একটা লাইফলাইনের জন্য নামবে, লখনউ সুপার জায়ান্টসও তাই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ প্রিভিউ TV9Bangla Sports-এ।

পয়েন্টের দিক থেকে একই পরিস্থিতিতে রয়েছে লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র ১ পয়েন্টে এগিয়ে লখনউ। ফলে এই ম্যাচে যেই হারবে, দৌড় থেকে অনেকটাই ছিটকে যাবে। অন্য দলের রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে। ঘরের মাঠে কিছুটা হলেও এগিয়ে থাকবে লখনউ সুপার জায়ান্টস। কারণ তাঁদের স্পিন বোলিং আক্রমণ। ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, কৃষ্ণাপ্পা গৌতম, অমিত মিশ্ররা রয়েছে। রবি বিষ্ণোই, অমিত মিশ্র জুটির বিরুদ্ধে ঈশান কিষাণের পারফরম্যান্স আতঙ্ক ধরানোর মতোই। এই দুজনের বিরুদ্ধে ২৩ বল খেলেছেন ঈশান, এর মধ্যে আউট হয়েছেন পাঁচ বার। লখনউ এরকমই পরিকল্পনা নিয়ে নামতে পারে।

মুম্বই শিবিরেও কুমার কার্তিকেয়, পীযুষ চাওলার মতো স্পিনার রয়েছেন। লখনউয়ের বোলিং আক্রমণে স্পিনারদের বাদ দিলে ধার কম। তেমনই মুম্বই ইন্ডিয়ান্সের চিন্তার জায়গা অধিনায়ক রোহিত শর্মার ফর্ম। তবে মুম্বইয়ের তরুণ ব্যাটাররা ভালো পারফরম্যান্স করছেন। লখনউয়ের মন্থর পিচে কেমন পারফর্ম করেন সেদিকে নজর থাকবে। লখনউ শিবিরের ব্যাটিংয়ে মূল ভরসা নিকোলাস পুরান এবং মার্কাস স্টইনিস। এই দুজনকে দ্রুত ফেরাতে পারলে অ্যাডভান্টেজ থাকবে মুম্বই ইন্ডিয়ান্স।

Next Article