মুম্বই : রবিবার জমজমাট আইপিএল হতে চলেছে। একে ডাবল হেডার রয়েছে, তার ওপর আজ, ৩০ এপ্রিল আইপিএলের (IPL) ১০০০তম ম্যাচ হতে চলেছে। ২০০৮ সালে আইপিএলের প্রথম ম্যাচ হয়েছিল কেকেআর ও আরসিবির। এ বার হাজারতম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস (MI vs RR)। একইসঙ্গে আজ মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) জন্মদিন। এই বিশেষ উপলক্ষ্যে এবং আইপিএলের মাইলস্টোন ম্যাচে তাই জয়ের জন্য মরিয়া মুম্বই। অন্যদিকে মুম্বইকে আজ হারিয়ে লিগ টেবলের শীর্ষস্থান ফিরে পেতে চাইবে রাজস্থান। দুই দলেই আজ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এ বার দেখার ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কোন দল। বিস্তারিত প্রিভিউ পড়ুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সানডের মেগা ম্যাচ MI পল্টন জিতলে, তা তাদের ক্যাপ্টেন রোহিতের জন্মদিনে সেরা উপহার হতে চলেছে। প্রসঙ্গত, ৩৬এ পা দেওয়া রোহিত একইসঙ্গে মুম্বইয়ের হয়ে ১০ বছর ক্যাপ্টেন্সি করার সেলিব্রেশনটাও দ্বিগুণ করতে পারবেন। বর্তমানে লিগ টেবলে ২ দলের পরিস্থিতি যা তাতে রাজস্থানকে এই ম্যাচে এগিয়ে রাখা যায়। রোহিতের দল এ বারের আইপিএলে ৭ ম্যাচে খেলে ৩টি জয় ও ৪টি হারের পর লিগ টেবলের ৯ নম্বরে রয়েছে। অন্যদিকে রাজস্থান মুম্বইয়ের থেকে ১ ম্যাচ বেশি খেলে ৫টি জয় ও ৩টি হারের পর ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ২ নম্বরে রয়েছে।
এই ম্যাচে মুম্বইয়ের একাদশে ফিরতে পারেন জোফ্রা আর্চার। অন্যদিকে রাজস্থানেও কামব্যাক হতে পারে ট্রেন্ট বোল্টের। যদি আর্চার ফিট থাকেন তা হলে রাইলি মেরিডিথের জায়গায় তাঁকে দেখা যেতে পারে। এরপর মুম্বই প্রথমে ব্যাটিং পাবে না বোলিং তার উপর নির্ভর করে তিলক ভার্মা বা কুমার কার্তিকেয়কে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে। অন্যদিকে বাঁ হাতি সিমার কুলদীপ যাদব সিএসকের বিরুদ্ধে শেষ ম্যাচে নজর কেড়েছিলেন। ৩ ওভারে ১৮ রান দিয়ে তিনি ১টি উইকেট পেয়েছিলেন। ফলে পিঙ্ক আর্মির একাদশে তাঁকে দেখা যেতে পারে। তাঁকে কিংবা দেবদত্ত পাড়িক্কালকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে।