MI vs SRH, IPL 2023 Match Prediction: সরু সুতোয় ঝুলছে রোহিতের দলের ভাগ্য, প্লে অফের টিকিট কি পাবে মুম্বই?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 21, 2023 | 9:00 AM

Mumbai Indians vs Sunrisers Hyderabad, IPL 2023 Preview: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ, রবিবার আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ। আজ মুম্বইয়ের মরণ-বাঁচন ম্যাচ।

MI vs SRH, IPL 2023 Match Prediction: সরু সুতোয় ঝুলছে রোহিতের দলের ভাগ্য, প্লে অফের টিকিট কি পাবে মুম্বই?
সরু সুতোয় ঝুলছে রোহিতের দলের ভাগ্য, প্লে অফের টিকিট কি পাবে মুম্বই?

Follow Us

মুম্বই : সুপার সানডে-তে ডাবল হেডার দিয়ে শেষ হতে চলেছে এ বারের আইপিএলের (IPL 2023) গ্রুপ লিগের লড়াই। গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস এই তিন দল প্লে অফে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। প্রথম চারে থেকে প্লে অফ নিশ্চিত করতে পারবে আর একটি মাত্র দল। রবিবাসরীয় লড়াইয়ে এই চার নম্বরে জায়গা পেতে পারে দু’টি দল। একটি হল ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও আর একটি হল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। অঙ্কে রয়েছে রাজস্থান রয়্যালসও। আরসিবি ও মুম্বইয়ের পয়েন্ট এখন ১৪। আজ দু’টি দলই প্লে অফের টিকিটের জন্য লড়াই করবে। তবে প্রতিপক্ষ হিসেবে নয়। কারণ, দিনের প্রথম ম্যাচে এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে রোহিতের মুম্বই। আরসিবি ও মুম্বইয়ের পয়েন্ট একই হলেও নেটরানরেটে MI পল্টনের থেকে এগিয়ে বিরাট কোহলিরা। তাই আজ মুম্বইকে শুধু জিতলে হবে না। অরেঞ্জ আর্মির বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। তারপর রোহিতদের নজর রাখতে হবে আরসিবি বনাম গুজরাট ম্যাচে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ওয়াংখেড়েতে বড় ব্যবধানে জিতলেই রোহিতদের প্লে অফ নিশ্চিত হবে না। নিজেরা জেতার পর মুম্বইকে তাকিয়ে থাকতে হবে আরসিবির দিকে। গুজরাটের বিরুদ্ধে আরসিবি হেরে গেলে আর মুম্বই হায়দরাবাদের বিরুদ্ধে জিতলে রোহিতরা প্লে অফে পৌঁছে যাবে। আর আরসিবি ও মুম্বই দুটি দলই হেরে গেলে রাজস্থানের প্লে অফে ওঠার একটি সম্ভাবনা থাকবে।

রবি-বিকেলে ঘরের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোহিতের দলের লক্ষ থাকবে হায়দরাবাদকে বড় ব্যবধানে হারিয়ে নেটরানরেট ঠিক করে নেওয়া। মুম্বই শিবিরে ছন্দে রয়েছেন সূর্যকুমার যাদব। স্কাইয়ের ব্যাট সানরাইজার্সদের বিরুদ্ধে জ্বলে উঠলে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা স্বস্তি পেতে পারে। প্রসঙ্গত, মুম্বই শেষ ম্যাচে লখনউয়ের কাছে ৫ রানের ব্যবধানে হেরেছিল। সেই ম্যাচে ২ পয়েন্ট পেয়ে গেলে এত কঠিন অঙ্কে থাকতে হত না রোহিতের দলকে। অপরদিকে নিজামের শহরের দলের হয়ে শেষ ম্যাচে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি হেনরিখ ক্লাসেনের। কিং কোহলির সেঞ্চুরিতে ভর করে সেই ম্যাচ জিতেছিল আরসিবি। হায়দরাবাদের হারানোর কিছু নেই। দ্বিতীয় দল হিসেবে হায়দরাবাদ বহু আগেই প্লে অফ থেকে ছিটকে গিয়েছিল। তাই শেষ ম্যাচে জিতে মরসুম শেষ করতে চাইবে অরেঞ্জ আর্মি।

Next Article