দীপঙ্কর ঘোষাল : হঠাৎ করেই মেজাজ পাল্টে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের। আইপিএলের গত সংস্করণ বাদ দিলে এমনটা নতুন নয়। মরসুমের শুরুটা বরাবরই মন্থর হয় মুম্বই ইন্ডিয়ান্সের। পরের দিকে ছন্দে ফেরে তারা। এ বারও হয়তো সেই ফর্মূলাই চলছে। ক্রমশ চেসমাস্টার মুম্বই হয়ে উঠছে মুম্বই ইন্ডিয়ান্স। রান তাড়া করতে নেমে গত তিন ম্যাচেই ২০০ প্লাস রান তাড়া করে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। গত ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সূর্যকুমার যাদবের বিধ্বংসী ইনিংসে অনেক সহজেই জিতেছে মুম্বই। অন্য দিকে, গুজরাট টাইটান্সের বোলিং লাইন আপ। গত তিন ম্যাচেই প্রতিপক্ষকে মাত্র ১৩০, ১১৮ এবং ১৭১ রানে আটকে রেখেছে তারা। শেষ ম্যাচে ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিলের বিধ্বংসী ইনিংসে ২২৭ রানের বিশাল স্কোর গড়েছিল গুজরাট টাইটান্স। মোরাল অফ দ্য স্টোরি, ওয়াংখেড়েতে আজ মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটিং বনাম গুজরাট টাইটান্সের বিধ্বংসী বোলিং। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচ প্রিভিউ TV9Bangla Sports-এ।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত ম্যাচে ঘরের মাঠে আরসিবির দেওয়া লক্ষ্য মাত্র ১৭ ওভারের মধ্যেই পেরিয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার ফর্ম নিয়ে চিন্তা থাকলেও দুই তরুণ ব্যাটারের বিধ্বংসী ব্যাটিং মুম্বইকে স্বস্তি দিয়েছে। সূর্যকুমার যাদব মাত্র ৩৫ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। যোগ্য সঙ্গ দেন আর এক তরুণ ব্যাটার নেহাল ওয়াদেরা। আইপিএলের গ্রুপ পর্ব শেষের দিকে। শেষ ল্যাপে হয়তো বাজিমাত করবে মুম্বই ইন্ডিয়ান্স। আজ ঘরের মাঠে ফের এক বার নামছে মুম্বই। সামনে গুজরাট টাইটান্স। সূর্যকুমার যাদব, নেহাল ওয়াদেরা ছাড়াও ছন্দে রয়েছেন ওপেনার ঈশান কিষাণ। ফিট হয়ে উঠেছেন আর এক তরুণ ব্যাটার তিলক ভার্মা। আজ তাঁকেও খেলাতে পারে মুম্বই ইন্ডিয়ান্স।
এ বারের আইপিএলে অনবদ্য ছন্দে গুজরাট টাইটান্সের বোলিং লাইন আপ। পাওয়ার প্লে স্পেশালিস্ট মহম্মদ সামি এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া অনবদ্য বোলিং করছেন। মাঝের ওভারে রয়েছেন দুই আফগান স্পিনার রশিদ খান ও নুর আহমেদ। অভিজ্ঞ লেগস্পিনার রশিদ খান প্রতি ম্যাচেই নজর কাড়ছেন। যোগ্য সঙ্গ দিচ্ছেন বাঁ হাতি চায়নাম্যান নুর আহমেদ।
গুজরাট টাইটান্সের ব্যাটিং লাইন আপও বিধ্বংসী ফর্মে শুভমন গিল, ঋদ্ধিমান সাহা, ডেভিড মিলার, অভিনব মনোহররা যে কোনও দিনই ম্যাচের রূপ পাল্টে দিতে পারেন। ওয়াংখেড়ের হাইস্কোরিং পিচে এই ব্যাটিং লাইন আপ ভালো পারফর্ম করলে, আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচের স্বাদ পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা।
ওয়াংখেড়ে এবং মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে অনেকের পুনর্মিলনও হতে চলেছে। দীর্ঘ সময় ধরে এই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছে হার্দিক পান্ডিয়া। গত আইপিএলে অভিষেক হয় গুজরাট টাইটান্সের। নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ওয়াংখেড়েতে খেলবেন হার্দিক।