MI vs UPW, WPL 2023 Match Prediction: শীর্ষস্থানে নজর মুম্বই ইন্ডিয়ান্সের, টিকে থাকাই লক্ষ্য ওয়ারিয়র্সের

Mumbai Indians vs UP Warriorz Preview: টিম গেমেই জিতছে মুম্বই ইন্ডিয়ান্স। আরও একটা বড় জয় এবং ছন্দ ধরে রাখাতেই নজর থাকবে হরমনপ্রীতদের।

MI vs UPW, WPL 2023 Match Prediction: শীর্ষস্থানে নজর মুম্বই ইন্ডিয়ান্সের, টিকে থাকাই লক্ষ্য ওয়ারিয়র্সের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2023 | 9:00 AM

মুম্বই: প্লে-অফ আগেই নিশ্চিত হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। তাদের লক্ষ্য় জয়ের ধারা বজায় রাখা এবং শীর্ষস্থান নিশ্চিত করা। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে খেলছে পাঁচটি দল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবলে শীর্ষে থাকা দল সরাসরি ফাইনাল খেলবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দলের মধ্যে এলিমিনেটর ম্য়াচ। টুর্নামেন্টে এখনও অবধি সবক’টি ম্য়াচ জেতা মুম্বই ইন্ডিয়ান্স শীর্ষস্থানেই রয়েছে। জায়গা নিশ্চিত করতে বাকি ম্য়াচে জয় ছাড়া কোনও ভাবনা নেই। আজ, শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ ইউপি ওয়ারিয়র্স। তাদের অবশ্য় প্লে-অফ নিশ্চিত নয়। প্রথম লেগের ম্য়াচে মুম্বইয়ের কাছে হেরেছিল। মুম্বই ছাড়া একমাত্র দিল্লি ক্য়াপিটালস প্লে-অফ নিশ্চিত করেছে। ফলে বাকি এক স্থানের জন্য় ত্রিমুখী লড়াই। আজকের ম্য়াচে মুম্বই জিতলে বাকি দুই দলের লাভ। ইউপির কাছে জয় ছাড়া বিকল্প নেই। মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স ম্য়াচ প্রিভিউ TV9Bangla-য়।

উইমেন্স প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব কার্যত শেষের দিকে। লাস্ট ল্য়াপে কে বাজিমাত করবে, সেটাই প্রশ্ন। টানা পাঁচ ম্য়াচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের রোখা সহজ নয়। ইউপি ওয়ারিয়র্স ৫ ম্য়াচে দুটি জয় পেয়েছে। টুর্নামেন্টের অন্য়তম আনপ্রেডিক্টেবল দল। এক ম্য়াচে দুর্দান্ত খেলে হঠাৎ ফর্মে হারানো। পয়েন্ট টেবলে তিন নম্বরে থাকলেও জায়গা নিশ্চিত নয় ইউপি ওয়ারিয়র্সের। অধিনায়ক অ্যালিসা হিলি এবং দুই অলরাউন্ডার তাহিলা ম্য়াকগ্রা, গ্রেস হ্য়ারিসের উপর অতিরিক্ত নির্ভরশীলতাই ভোগাচ্ছে ওয়ারিয়র্সকে। তিন জনেরই স্ট্রাইকরেট ১৫০-র কাছাকাছি। কিন্তু এই ত্রয়ী ব্য়র্থ হলেই চাপে পড়ছে ওয়ারিয়র্স। ঠিক একই ভাবে বোলিংয়ের ক্ষেত্রে সোফি এক্লেস্টন ও দীপ্তি শর্মার স্পিন জুটি বাড়তি দায়িত্ব দিচ্ছে। এখনও অবধি ১৬ উইকেট নিয়েছে এই জুটি। রাজেশ্বরী গায়কোয়াড় কিছুটা সহযোগিতা করছেন। টিম গেম খেলতে ব্য়র্থ ওয়ারিয়র্স।

মুম্বই ইন্ডিয়ান্স ধারাবাহিক জিতছে বলেই নয়, সব দিক থেকেই নজর কাড়ছে তারা। কোনও এক দু’জনের উপর নির্ভরশীল নয় মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক পারফর্ম করছেন। যা খুবই জরুরি। বোলিং বিভাগে প্রথম চার ম্য়াচে সাইকা ইসাক এক ডজন উইকেট নিয়েছিলেন। গত ম্য়াচে উইকেট না পেলেও ইকোনমি দারুণ ছিল। সাইকা উইকেট না পেলেও সমস্য়া হয়নি মুম্বইয়ের। বাকি বোলাররা সমস্য়ায় পড়তে দেননি। ব্য়াটিংয়ের ক্ষেত্রে কেউ না কেউ দায়িত্ব নিচ্ছেন। টিম গেমেই জিতছে মুম্বই ইন্ডিয়ান্স। আরও একটা বড় জয় এবং ছন্দ ধরে রাখাতেই নজর থাকবে হরমনপ্রীতদের।