PBKS vs LSG IPL 2022 Match Prediction: আজ পঞ্জাবের সামনে রাহুলের লখনউ

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Apr 29, 2022 | 8:00 AM

Punjab Kings vs Lucknow Super Giants Preview: লখনউ গত ম্যাচে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। পঞ্জাব জিতেছে চেন্নাইয়ের বিরুদ্ধে। লখনউয়ের প্রধান হাতিয়ার দলনায়ক কেএল রাহুল। পঞ্জাবের কাগিসো রাবাদা, আর্শদীপ সিংদের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ রাহুলের সামনে। বাঁ-হাতি পেসার বরাবরই কঠিন বাধা হয়ে দাঁড়ায় রাহুলের সামনে। সেটাকে কাটিয়ে বড় রান করতে মুখিয়ে লখনউয়ের অধিনায়ক।

PBKS vs LSG IPL 2022 Match Prediction: আজ পঞ্জাবের সামনে রাহুলের লখনউ
পঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস।

Follow Us

পুনে: লোকেশ রাহুল, কুইন্টন ডি’ককদের লখনউ সুপার জায়ান্টস ((LSG)) এ বারের আইপিএলে (IPL 2022) দুরন্ত পারফর্ম করে চলেছে। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে লখনউ। পুনেতে আজ রাহুলদের সামনে পঞ্জাব কিংস (Punjab Kings)। কেএল রাহুলের প্রাক্তন দল। লখনউ অধিনায়কের কাছে এই ম্যাচটা বরাবরই চ্যালেঞ্জের। পঞ্জাব তাঁর উপর আস্থা না রাখলেও, আইপিএলের নতুন দল লখনউ প্রথম বার এসেই রাহুলকে দলে নেয়। একই সঙ্গে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় তাঁর কাঁধে। আর কেএল এ বারের আইপিএলে দুরন্ত ফর্মে। ইতিমধ্যেই ২টো সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। আর একটা সেঞ্চুরি করলেই ছুঁয়ে ফেলবেন জস বাটলারকে। ৮ ম্যাচে পঞ্জাবের ঝুলিতে ৮ পয়েন্ট। লখনউকে হারালেই প্রথম চারের দৌড়ে প্রবল ভাবে চলে আসবে প্রীতি জিন্টার দল। লখনউ আত্মবিশ্বাসের তুঙ্গে। পঞ্জাব কিংসও গত ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।

 

লখনউ গত ম্যাচে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। পঞ্জাব জিতেছে চেন্নাইয়ের বিরুদ্ধে। লখনউয়ের প্রধান হাতিয়ার দলনায়ক কেএল রাহুল। পঞ্জাবের কাগিসো রাবাদা, আর্শদীপ সিংদের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ রাহুলের সামনে। বাঁ-হাতি পেসার বরাবরই কঠিন বাধা হয়ে দাঁড়ায় রাহুলের সামনে। সেটাকে কাটিয়ে বড় রান করতে মুখিয়ে লখনউয়ের অধিনায়ক। অপর ওপেনার কুইন্টন ডি’ককও ছন্দে আছেন। এছাড়া লখনউ দলে মণীশ পান্ডে, দীপক হুডা, আয়ুষ বাদোনির মতো ব্যাটাররা আছেন। মার্কাস স্টোয়নিস আর জেসন হোল্ডার- দুই অলরাউন্ডার যে কোনও সময়ে দলের ফ্যাক্টর। ক্রুণাল পান্ডিয়াও ফর্মে আছেন। বোলিং বিভাগে আছেন আবেশ খান, মহসিন খান, রবি বিষ্ণোইরা। এই রবি বিষ্ণোই আগে পঞ্জাবে খেলতেন। তাই ময়াঙ্ক আগারওয়াল, শাহরুখ খানদের দুর্বলতা তিনি জানেন।

 

অন্য দিকে পঞ্জাব কিংসের শিখর ধাওয়ান রানের মধ্যে আছেন। ভাবাচ্ছে অধিনায়ক ময়াঙ্ক আগারওয়ালের ফর্ম। জনি বেয়ারস্টোকে এখনও রানের মধ্যে পাওয়া যায়নি। গত ম্যাচে রাজাপাকশেকে খেলানো হয়। ব্যাট হাতে পঞ্জাব দলকে ভরসা জোগান লঙ্কান উইকেটকিপার ব্যাটার। এ ছাড়া অলরাউন্ডার লিভিংস্টোন দলের অন্যতম প্রধান অস্ত্র। লখনউকে হারিয়ে প্রথম চারের দৌড়ে ঢুকে পড়াই লক্ষ্য পঞ্জাবের। শেষ কয়েকটা ম্যাচে সে ভাবে ছন্দে ছিলেন না আর্শদীপ সিং। তবে গত ম্যাচে বেশ ভালো বোলিং করেন তিনি। ঋষি ধাওয়ানের সংযোজন দলের বোলিং শক্তি অনেকটা বাড়িয়েছে। স্পিনার রাহুল চাহারও তৈরি লখনউয়ের ব্যাটিং বিভাগে ভাঙন ধরাতে।

 

লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।

 

পঞ্জাব কিংস স্কোয়াড: মায়াঙ্ক আগরওয়াল, অর্শদীপ সিং, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, শাহরুখ খান, শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ওডেন স্মিথ, রাহুল চাহার, হরপ্রীত বরার, রাজ বাওয়া, বৈভব আরোরা, নাথান এলিস, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, ঋষি ধাওয়ান, সন্দীপ শর্মা, বেনি হাওয়েল, ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়, জীতেশ শর্মা, প্রেরক মাঁকড়, বলতেজ ধান্ডা, অংশ প্যাটেল ও অথর্ব তাইডে।

 

 

আরও পড়ুন: IPL 2022: রানে ফিরতে বিরাটকে বিশেষ টোটকা যুবির

Next Article