RR vs GT IPL 2023 Match Prediction : জয়পুরে রয়্যালস বনাম টাইটান্স ‘মিনি ক্লাসিকো’

Rajasthan Royals vs Gujarat Titans Preview : জয়পুরে বেশ কিছু ম্যাচ হয়েছে, প্রায় প্রতিটি ম্যাচই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পৌঁছেছে। রাজস্থান রয়্যালসও দুর্দান্ত ফর্মে রয়েছে। তাদের আত্মবিশ্বাসের আরও একটা কারণ হতে পারে এ মরসুমে দু-বারই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিতেছে রাজস্থান। মহেন্দ্র সিং ধোনির মস্তিষ্কের সঙ্গে পেরে ওঠা সহজ নয়।

RR vs GT IPL 2023 Match Prediction : জয়পুরে রয়্যালস বনাম টাইটান্স মিনি ক্লাসিকো
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 05, 2023 | 10:00 AM

দীপঙ্কর ঘোষাল : স্কোরলাইন আপাতত ৩-১। কার পক্ষে! গুজরাট টাইটান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্সের লড়াই কার্যত মিনি ক্লাসিকোয় পরিণত হচ্ছে। গত মরসুমে আইপিএলে অভিষেক হয় গুজরাট টাইটান্সের। ফাইনাল সহ মোট তিন বার মুখোমুখি হয় গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। তিন বারই জিতেছিল গুজরাট টাইটান্স। এ বারের মরসুমে আমেদাবাদে মুখোমুখি হয়েছিল দু-দল। রান তাড়ায় খাদের কিনারায় ছিল রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের অনবদ্য ব্যাটিং, শিমরন হেটমায়ারের দুর্দান্ত ফিনিশ। টাইটান্সের বিরুদ্ধে যেন বাড়তি তাগিদ নিয়ে খেলে রয়্য়ালস। প্রথম লেগে জিতে হেটমায়ারও মন্তব্য় করেছিলেন, ওদের বিরুদ্ধে জেতার আনন্দই আলাদা। এ বার স্কোর লাইন কী দাঁড়ায় তারই অপেক্ষা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচ প্রিভিউ TV9Bangla Sports-এ।

গুজরাট টাইটান্স ক্লোজ কিছু ম্যাচ হারলেও ধারাবাহিক ভালো খেলেছে। বিশেষ করে বলতে হয় তাদের বোলিংয়ের কথা। পাওয়ার প্লে কিং মহম্মদ সামি রয়েছেন এই দলে। পাওয়ার প্লে-তে একের পর এক অনবদ্য পারফরম্য়ান্স। সামির ভয়ঙ্কর স্পেল সামলাতে হিমসিম খেয়েছে সব দলই। রয়্যালসের বিরুদ্ধেও প্রথম লেগের ম্যাচে অনবদ্য বোলিং করেছিলেন। তেমনই মাঝের ওভারের দিকে অভিজ্ঞ মোহিত শর্মা রয়েছেন। স্পিন বিভাগে দুই মাস্টারক্লাস। রশিদ খানের দক্ষতা নতুন করে বোঝানোর প্রয়োজন নেই। তাঁর সঙ্গে অনবদ্য বোলিং করছেন আর এক আফগান রিস্ট স্পিনার নুর আহমেদ। ব্য়াটিংয়ের ক্ষেত্রে শুভমন গিল দুর্দান্ত ছন্দে। হার্দিক পান্ডিয়া গত ম্যাচে দুর্দান্ত ইনিংস খেললেও দলকে জেতাতে না পারার আক্ষেপ রয়েছে। জয়পুরে সেই আক্ষেপ মেটানোরই লক্ষ্য থাকবে হার্দিকের।

জয়পুরে বেশ কিছু ম্যাচ হয়েছে, প্রায় প্রতিটি ম্যাচই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পৌঁছেছে। রাজস্থান রয়্যালসও দুর্দান্ত ফর্মে রয়েছে। তাদের আত্মবিশ্বাসের আরও একটা কারণ হতে পারে এ মরসুমে দু-বারই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিতেছে রাজস্থান। মহেন্দ্র সিং ধোনির মস্তিষ্কের সঙ্গে পেরে ওঠা সহজ নয়। রাজস্থান শিবিরে আরও বড় স্বস্তি তরুণ ওপেনার যশস্বী জয়সোয়ালের ফর্ম। গত ম্যাচে অনবদ্য সেঞ্চুরির ইনিংস খেলেছেন এই তরুণ ওপেনার। সঙ্গে জস বাটলার, সঞ্জু, হেটমায়ারদের কথা ভুললে চলবে না। তেমনই বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মারা দারুণ ছন্দে। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন এবং লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের কথা ভুললে চলবে না। সব মিলিয়ে আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচের অপেক্ষা জয়পুরে।