বেঙ্গালুরু: শনিবাসরীয় আইপিএলের (IPL) ডাবল হেডারের প্রথম ম্যাচে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস। ২টো দলই জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে। জয় দিয়ে আইপিএল যাত্রা শুরু করে শেষ ২টো ম্যাচে হেরেছে আরসিবি। অন্যদিকে নড়বড়ে দিল্লিই ১৬তম আইপিএলের (IPL 2023) একমাত্র দল যারা ৪ ম্যাচে খেলেও কোনও জয় পায়নি। পয়েন্ট টেবলের ১০ নম্বরে ধুঁকছে ঋষভ পন্থহীন দিল্লি। ঘরের মাঠে শনি-বিকেলে কি হারের হ্যাটট্রিক আটকাতে পারবে আরসিবি? নাকি ৪ ম্যাচে হারা দিল্লি প্রথম জয়ের স্বাদ পাবে? জানতে হলে নজর রাখতে হবে আজকের ম্যাচে। ব্যাঙ্গালোর বনাম দিল্লি (RCB vs DC) ম্যাচের প্রিভিউ বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আরসিবির ঘরের মাঠে শেষ ম্যাচে শেষ বলে নাটকীয়ভাবে জয় তুলে নেয় লখনউ সুপার জায়ান্টস। ব্যাঙ্গালোরের টপ অর্ডারের তিন ব্যাটার হাফসেঞ্চুরি করেন। কিন্তু বিরাট কোহলি ও ফাফ ডু’প্লেসিকে স্পিনের বিরুদ্ধে বেশ চাপে দেখা গিয়েছিল। দিল্লির অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব বিরাট-ডু’প্লেসিদের আজ চাপে ফেলতে পারেন।
Happy Game Day Morning, 12th Man Army! ☀️
Remember to wear your smile into every challenge! ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 pic.twitter.com/JKOqLbvNQ7
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 15, 2023
দুই দলই আজকের ম্যাচের একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। কারণ দিল্লিতে ফিরেছেন অজি তারকা মিচেল মার্শ। নিজের বিয়ের কারণে তিনি ছুটি নিয়ে দেশে ফিরে গিয়েছিলেন। আর অন্যদিকে আরসিবিতে এসেছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। জাতীয় দলের ডিউটি থাকায় তিনি এর আগে ১৬তম আইপিএলের একটি ম্যাচেও খেলতে পারেননি।
Train. Persevere. Conquer ?#YehHaiNayiDilli #IPL2023 #RCBvDC pic.twitter.com/cnaaK9mL67
— Delhi Capitals (@DelhiCapitals) April 14, 2023
মিডল অর্ডারে আরসিবির বোলিং আরও মজবুত করতে হবে। অন্যদিকে দিল্লিকে সব বিভাগেই উন্নতি করতে হবে। ১৬তম আইপিএল শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৯টা ম্যাচ খেলা হয়ে গিয়েছে। সবচেয়ে করুণ অবস্থা দিল্লির। ডেভিড ওয়ার্নারের ক্যাপ্টেন্সি, তাঁর মন্থর ব্যাটিংয়ের প্রবল সমালোচনা চলছে। নড়বড়ে পরিস্থিতিতে দিল্লি আজ আরসিবিকে হারাতে পারে কিনা সেটাই দেখার।