মুম্বই: আইপিএলে (IPL 2022) আজ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ১২ ম্যাচে আরসিবির ঝুলিতে ১৪ পয়েন্ট। অন্য দিকে ১১ ম্যাচে পঞ্জাবের সংগ্রহ ১০ পয়েন্ট। প্লে অফ থেকে আর ঠিক এক ধাপ দূরে আরসিবি। একই সঙ্গে বিরাটদের নজরে থাকছে নেট রান রেটও। অন্য দিকে পঞ্জাবের কাছে ডু অর ডাই ম্যাচ। প্লে অফে পৌঁছতে হলে জিততেই হবে ময়াঙ্কদের। খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। গত ম্যাচে রান পেয়েছেন ফাফ ডুপ্লেসি। কিছুটা হলেও স্বস্তি আরসিবি শিবিরে। পঞ্জাব আবার গত ম্যাচেই হারের মুখ দেখেছে। ব্যাঙ্গালোরকে হারাতে মরিয়া হয়ে ঝাঁপাতে তৈরি প্রীতি জিন্টার দল। আইপিএলে প্লে অফের লড়াই এ বার অনেকটাই জমে গিয়েছে। গুজরাত ইতিমধ্যেই প্লে অফে জায়গা করে নিয়েছে। লখনউয়ের প্লে অফে ওঠার রাস্তাও প্রায় পাকা। রাজস্থান রয়্যালস এক ধাপ দূরে দাঁড়িয়ে। তবে নীচ থেকে উপরে উঠে আসার প্রবল সুযোগ থাকছে দিল্লি, হায়দরাবাদ, পঞ্জাবের কাছে। ব্যাঙ্গালোর একেবারে ডেডলাইনে দাঁড়িয়ে রয়েছে। দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করলেই ফস্কে যেতে পারে প্লে অফের সুযোগ। তাই সতর্ক থাকছেন বিরাটরা।
আইপিএলে শেষ সাক্ষাতে ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে হারায় পঞ্জাব। আরসিবির ২০৫ রানও তাড়া করে ম্যাচ জিতে নেন লিভিংস্টোনরা। ২৯ বারের মুখোমুখি সাক্ষাৎকারে ১৬ বার জিতেছে পঞ্জাব কিংস। বাকি ১৩ বার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
ব্র্যাবোর্নের উইকেট বরাবরই ব্যাটারদের সহায়ক। সেই ফায়দাটাই তুলতে মরিয়া আরসিবির ব্যাটাররা। গত ম্যাচে রানে ফিরেছেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ভাবাচ্ছে বিরাট কোহলির ফর্ম। হায়দরাবাদের বিরুদ্ধেও প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান কোহলি। প্লে অফে পৌঁছতে হলে বিরাটের ব্যাটেও বড় রান প্রয়োজন। তাই ফর্মে ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি। রজত পাতিদার ব্যাট হাতে ভরসা জোগাচ্ছেন আরসিবি শিবিরকে। একই সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদরাও ব্যাটে রান করতে তৎপর। কারণ ব্যাঙ্গালোরকে নজর রাখতে হবে নেট রান রেটের দিকেও। পরিস্থিতি বেগতিক হলে ওই রান রেটই প্লে অফে ওঠার সুযোগ তৈরি করে দেবে।
আরসিবির বোলিং বিভাগ ভরসা জুগিয়েছে শেষ দুটো ম্যাচেই। জোস হ্যাজেলউড প্রতি ম্যাচেই উইকেট পাচ্ছেন। মহম্মদ সিরাজও ফর্মে ফিরেছেন। এছাড়া হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গারাও পঞ্জাবের হেভিওয়েট ব্যাটিং লাইনআপকে বেগ দিতে তৈরি। শেষ সাক্ষাতে আরসিবির বোলারদের তুলোধনা করেছিলেন পঞ্জাবের ব্যাটাররা। তাই বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে।
এ দিকে পঞ্জাবের কাছে ডু অর ডাই ম্যাচ। দলের ওপেনার শিখর ধাওয়ান ১১ ম্যাচে ৩৮১ রান করে ফেলেছেন। এরপরই আছেন লিয়াম লিভিংস্টোন। তাঁর সংগ্রহ ৩১৫ রান। ভানুকা রাজাপাকশা ব্যাট হাতে দলকে ভরসা জোগাচ্ছেন। শেষ ম্যাচে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করেছেন জনি বেয়ারস্টো। ওপেনিং পজিশনে ফিরতেই ছন্দে ফিরেছেন ইংলিশ ব্যাটার। এটা নিঃসন্দেহে ইউএসপি পঞ্জাব দলে। অধিনায়ক ময়াঙ্ক আগারওয়াল রানের মধ্যে থাকলেও, ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রানে ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি।
কাগিসো রাবাদা ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন। আজ সন্ধেয় আরসিবির টপ অর্ডারকে শেষ করাই তাঁর প্রধান লক্ষ্য। রাহুল চাহারের ঝুলিতে আছে ১২ উইকেট। তিনিও বিরাটদের ফাঁদে ফেলতে চান ঘূর্ণিতে। বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং আইপিএলের শুরুতে ফর্মে না থাকলেও, ধীরে ধীরে খারাপ সময় কাটিয়ে উঠছেন। গত ম্যাচে যদিও বোলিং ব্যর্থতার জেরে ম্যাচ হারতে হয় পঞ্জাবকে। সেই ভুল শুধরে অলআউট ঝাঁপাতে তৈরি ময়াঙ্করা।
পঞ্জাব কিংস স্কোয়াড: মায়াঙ্ক আগরওয়াল, অর্শদীপ সিং, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, শাহরুখ খান, শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ওডেন স্মিথ, রাহুল চাহার, হরপ্রীত বরার, রাজ বাওয়া, বৈভব আরোরা, নাথান এলিস, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, ঋষি ধাওয়ান, সন্দীপ শর্মা, বেনি হাওয়েল, ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়, জীতেশ শর্মা, প্রেরক মাঁকড়, বলতেজ ধান্ডা, অংশ প্যাটেল ও অথর্ব তাইডে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু’প্লেসি, হর্ষল প্যাটেল, ভানিন্দু হাসারঙ্গা, দীনেশ কার্তিক, জশ হ্যাজেলউড, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশ দীপ, মহিপাল লোমরোর, ফিন অ্যালেন, শেরফান রাদারফোর্ড, জেসন বেহরানডর্ফ, অন্নেশর গৌতম, সুয়শ প্রভুদেশাই, চামা মিলিন্দ, কর্ণ শর্মা, সিদ্ধার্ধ কৌল, লভনীথ সিসোদিয়া, ডেভিড উইলি।
আরও পড়ুন: IPL 2022 Purple Cap: পার্পল ক্যাপে কাউকে ভাগ বসাতে দিচ্ছেন না রাজস্থানের চাহাল