RCB vs RR IPL 2023 Match Prediction: দুই রয়্যালসের লড়াইয়ে নজরে বিরাট-বাটলাররা, পুরনো দলের বিরুদ্ধে চাহালের জ্বলে ওঠার পালা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 23, 2023 | 9:00 AM

Royal Challengers Bangalore vs Rajasthan Royals Preview: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রবিবারের আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফাফ ডু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এ সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (RR)।

RCB vs RR IPL 2023 Match Prediction: দুই রয়্যালসের লড়াইয়ে নজরে বিরাট-বাটলাররা, পুরনো দলের বিরুদ্ধে চাহালের জ্বলে ওঠার পালা
RCB vs RR IPL 2023 Match Prediction: দুই রয়্যালসের লড়াইয়ে নজরে বিরাট-বাটলাররা, পুরনো দলের বিরুদ্ধে চাহালের জ্বলে ওঠার পালা

Follow Us

সঙ্ঘমিত্রা চক্রবর্তী : সুপার সানডে-তে দুই রয়্যালসের মেগা ডুয়েল। এ বারের আইপিএলের (IPL 2023) শুরুটা দুরন্ত গতিতে হয়েছে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)। এখনও অবধি ৬টি ম্যাচে খেলে ৪টি জয় ও ২টি হারের পর পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে রাজস্থান। অন্যদিকে ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ধারাবাহিক নয়। বিরাট কোহলিরাও এখনও অবধি ৬টি ম্যাচে খেলেছেন। জয় ৩টি, হারও ৩টি। রাজস্থান আবার নিজেদের শেষ ম্যাচে হেরেছিল। কিন্তু তা বলে তাদের আত্মবিশ্বাসের অভাব থাকবে তেমনটা বলা যাবে না। অন্যদিকে আরসিবি শেষ ম্যাচে বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে জিতেছিল। ফলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ব্যাঙ্গালোর। এ বার দেখার রবি-বিকেলে ঘরের মাঠে পিঙ্ক আর্মিকে কি টেক্কা দিতে পারবে আরসিবি। প্রিভিউ পড়ুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চিন্নাস্বামীতে ফিরছেন চাহাল

আইপিএলে ৮টা মরসুম ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল বেঙ্গালুরুতে হোম ম্যাচ খেলেছেন। আজ তাঁকে দেখা যাবে প্রতিপক্ষর ড্রেসিংরুম থেকে মাঠে প্রবেশ করতে। ২০২২ সালের মেগা নিলামে চাহালকে ধরে রাখেনি আরসিবি। বরং ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে শ্রীলঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারঙ্গাকে ধরে রেখেছিল আরসিবি। ফলে গত মরসুমের নিলামে ৬ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে চাহালকে কেনে রাজস্থান। এ বার পুরনো দলের বিরুদ্ধে চাহালের জ্বলে ওঠার পালা। তিনি চলতি মরসুমের পার্পল ক্যাপের দৌড়েও রয়েছেন।

চলতি মরসুমে আরসিবিকে দেখা গিয়েছে স্পিনের বিরুদ্ধে মোকাবিলা করতে গেলে চাপে পড়ছে। চিন্নাস্বামীতে যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিনদের স্পিনই আরসিবির বিরুদ্ধে অস্ত্র হতে পারে পিঙ্ক আর্মির। তবে রাজস্থানকে হারাতে তৎপর ফাফ ডু’প্লেসি, বিরাট কোহলিরাও। দু’জনই ব্যাট হাতে ছন্দে রয়েছেন। গত ম্যাচে যদিও ডু’প্লেসি নেতৃত্ব দেননি, শুধু ব্যাটিং করেছিলেন। আজ দেখার তিনি কী করেন। নাকি ফের বিরাটকে দেখা যাবে ক্যাপ্টেন্সি করতে।

রাজস্থানের শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে মোকাবিলা করতে প্রস্তুত আরসিবি। পার্পল ক্যাপের দৌড়ে দুই নম্বরে রয়েছেন আরসিবির মহম্মদ সিরাজ। চলতি মরসুমটা তাঁর ভালোই কাটছে। এ বার রাজস্থানের বিরুদ্ধে ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেলরা সঠিক সময় জ্বলে উঠলে ম্যাচ আরসিবির নামে হতে পারে। আজ বিকেলে একটা জমজমাট ম্যাচ দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা।

 

Next Article