মুম্বই: এক সপ্তাহ আগেও টানা হারে ক্লান্ত ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। অপেক্ষা ছিল প্রথম জয়ের। পরিস্থিতি কিছুটা বদলালেও খুব বেশি নয়। সোমবার ইউপি ওয়ারিয়র্সের জয়ে প্লে-অফের যাবতীয় আশা শেষ। গ্রুপ পর্বে তথা এ বারের টুর্নামেন্টে শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সান্ত্বনার জয়ের খোঁজে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। প্লে-অফের তিনটি দলই নিশ্চিত হয়ে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্য়াপিটালসের পর তৃতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছেন অ্যালিসা হিলিরা। আরসিবির সামনে একটাই লক্ষ্য, জিতে এ বারের মতো টুর্নামেন্ট শেষ করা। রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।
প্রথম লেগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে বড় ব্য়বধানে হেরেছিল আরসিবি। টুর্নামেন্টে দুটি জয় পেয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন স্মৃতি মান্ধানারা। ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। এরপর গুজরাট জায়ান্টসের বিরুদ্ধেও জয়। এ বার কি মুম্বই ইন্ডিয়ান্স? অসম্ভব নয়। উইমেন্স প্রিমিয়ার লিগের অকশনের সময় থেকে ফেভারিট ধরা হয়েছিল আরসিবিকে। দলে একঝাঁক তারকা। বিশ্বের অন্যতম সেরা ওপেনার স্মৃতি মান্ধানা। সঙ্গে এলিস পেরি, সোফি ডিভাইন, হেদার নাইটের মতো বিদেশি তারকারা। তারপরও প্রত্য়াশা অনুযায়ী পারফর্ম করতে ব্য়র্থ রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। তাদের সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছিল অধিনায়ক স্মৃতি মান্ধানার ফর্ম। মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ম্য়াচে নামার আগে কিছুটা স্বস্তি, স্মৃতি ফর্মে ফিরেছেন।
মুম্বইয়ের বিরুদ্ধে ক্লান্তির দিক থেকেও স্বস্তির জায়গায় থাকবে আরসিবি। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ফের নামতে হবে মুম্বইকে। ক্লান্তি সঙ্গী করেই খেলতে হবে হরমনপ্রীতদের। আরসিবি শিবিরে নজর থাকবে সোফি ডিভাইনের দিকে। উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম শতরান তাঁর নামেই হতে পারত। গত ম্য়াচে ৯৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কিউয়ি ক্রিকেটার সোফি ডিভাইন। মাত্র ৩৬ বলে ৯৯ রানের ইনিংসে ৮টি ওভার বাউন্ডারি এবং ৯টি বাউন্ডারি মেরেছেন সোফি। ব্য়াটিংয়ের পাশাপাশি নতুন বলেও ভরসা দিচ্ছেন সোফি। আরসিবির ম্য়াচ থাকলে গ্যালারিতে এলিস পেরি এবং স্মৃতি মান্ধানার নামে কম চিৎকার হয় না। কিছুটা কি অভিমানী সোফি? গুজরাটের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংসের পর বলেছিলেন, ‘মাঠে এলিস এবং স্মৃতির নামে ধ্বনি শুনতে অভ্যস্ত। আমি হয়তো বাতিলের খাতায় পড়ে গিয়েছিলাম। তবে এই ম্য়াচে সেই আক্ষেপ পূরণ হল।’