দীপঙ্কর ঘোষাল : কখনও মহাকাব্যিক জয়, আবার কখনও এক পেশে পার। কলকাতা নাইট রাইডার্সের পরিস্থিতি এমনই। দু-বারের চ্য়াম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। শেষ ট্রফি জিতেছিল ২০১৪ সালে। এ বার সেই সম্ভাবনা কার্যত শেষ। নয় ম্য়াচ খেলে মাত্র ৬ পয়েন্ট। বাকি পাঁচ ম্য়াচ জিতলে প্লে-অফের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা নাইট রাইডার্সের ধারাবাহিকতার অভাব সমর্থকদের মধ্যে সেই স্বপ্নও দেখাতে পারছে না। হারের হ্য়াটট্রিক থেকে ঘুরে দাঁড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্ত গত ম্য়াচে ঘরের মাঠে গুজরাট টাইটান্সের কাছে হার। ব্য়াট হাতে কিছুটা লড়াই করেছিলেন রহমানুল্লা গুরবাজ এবং আন্দ্রে রাসেল। আজ অ্যাওয়ে ম্যাচে কেকেআর নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ঘরের মাঠে সানরাইজার্সের কাছে হেরেছিল কেকেআর। সেঞ্চুরি করেছিলেন হ্যারি ব্রুক। সেটাই ছিল এ বারের আইপিএলের প্রথম শতরান। গত ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে সানরাইজার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ প্রিভিউ TV9Bangla Sports-এ।
ঘুরে দাঁড়ানোর রাস্তা কিভাবে খুঁজে পাওয়া যাবে, এ যেন কলকাতা শিবিরেও অজানা। প্রতি ম্য়াচেই কম্বিনেশনে বদল দেখা গিয়েছে। গত মরসুম থেকে এ মরসুম। ওপেনিং কম্বিনেশন বারবার বদল হয়েছে। কিন্তু সঠিন কম্বিনেশন খুঁজে পাওয়া যায়নি। গত মরসুম থেকে মাত্র দু-বার ওপেনিং জুটি ৫০ পেরিয়েছে। এ বারের আইপিএলে চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে জেসন রয় এবং নারায়ণ জগদীশন ওপেনিং জুটি সাফল্য পেয়েছিল। বিদেশিদের কম্বিনেশন বাছতে বাদ দিতে হয়েছে জেসন রয়কেও। গত ম্য়াচে ওপেন করেন গুরবাজ ও জগদীশন। গুরবাজ বেশ কয়েক ম্য়াচ ফিরে ভালো পারফর্ম করেছেন। কিন্তু বাকিদের থেকে ধারাবাহিকতা পাওয়া যাচ্ছে না। রাসেল এবং নারিনের ফর্ম কেকেআর শিবিরে বাড়তি মাথা ব্যাথা। একেবারেই ধারাবাহিক নন এই দুই ক্যারিবিয়ান ক্রিকেটার। যদিও টানা খেলিয়ে যাওয়া হচ্ছে তাদের।
ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শার্দূল ঠাকুরকে ফেরানো হয়। তাঁকে ব্য়াটিং অর্ডারে তিনে পাঠানো হয়। যদিও ৪ বলে অবদান ০। এক ওভারও বোলিং করেননি। উমেশ যাদবের চোট রয়েছে বলে সূত্রের খবর। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচেও কেকেআরের কম্বিনেশনে বদল হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। সানরাইজার্স শিবির আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। ২০২২ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টানা হেরে আসছিল সানরাইজার্স। তবে অ্যাওয়ে ম্যাচে দিল্লির বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে এ বার কেকেআরের বিরুদ্ধে নামছে হায়দরাবাদ।