দীপঙ্কর ঘোষাল
গত বারের জস বাটলার এবং এ বারের মধ্যে পার্থক্য় তৈরি হয়েছে অনেকটা। বাটলার এখন বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। রাজস্থান রয়্যালস শিবিরের অন্যতম বিধ্বংসী ওপেনার। তবে বাটলার সমৃদ্ধ রাজস্থান রয়্যালসকে চাপে ফেলতে পারে তাঁরই দেশের হ্যারি ব্রুক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজও ডাবল হেডার। দিনের প্রথম ম্য়াচে নামছে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। হায়দরাবাদের হোম ম্যাচ। নামটা পুরনো হলেও ব্য়াপক বদলে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের স্কোয়াড। সব বিভাগেই শক্তি বাড়িয়েছে তারা। প্রথম ম্য়াচে অবশ্য খামতি থাকছেই। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পাওয়া যাবে না আজকের ম্যাচে। এতে বেশ সমস্য়ায় কিংবা কঠিন পরীক্ষার সামনে সানরাইজার্স হায়দরাবাদ। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে নেতৃত্বে সাফল্য পেয়েছেন এডেন মার্করাম। আইপিএলেও সানরাইজার্সকে নেতৃত্ব দেবেন তিনিই। প্রথম ম্যাচে অবশ্য খেলতে পারবেন না। মার্করামের পরিবর্তে প্রথম ম্য়াচে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। অন্য় দিকে, তরুণ অধিনায়ক সঞ্জু স্যামসনের নেতৃত্ব আরও একটা ভালো মরসুমের লক্ষ্য়ে নামছে রাজস্থান রয়্যালস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্য়াচ প্রিভিউ TV9Bangla-য়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইমপ্য়াক্ট প্লেয়ার নিয়ম আসায় একাদশ মেলানোটা কঠিন। পিচ এবং পরিস্থিতি বুঝেই শুধু নয়, টসের পর একাদশ জমা দেওয়ারও সুযোগ রয়েছে টিমগুলির কাছে। ফলে পরিকল্পনা আরও নিখুঁত করার সুযোগ থাকছে। তবে সানারাইজার্স হায়দরাবাদের যে একাদশ খেলানোর সম্ভাবনা প্রবল, তাতে বিদেশিদের মধ্যে নিঃসন্দেহে থাকবেন হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপ্স। পরিস্থিতি বিচার করে লেগ স্পিনার আদিল রশিদ কিংবা আফগানিস্তানের বাঁ হাতি পেসার ফজলহক ফারুকিকে খেলানো হতে পারে। পেসারদের জন্য় সহযোগিতা থাকলে দেশের এক্সপ্রেস বোলার উমরান মালিকের সঙ্গে খেলানো হতে পারে আফগান পেসারকেই। সঙ্গে ভুবনেশ্বর কুমার থাকছেন। ব্য়াটিং বিভাগে অভিষেক শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠিদের মতো ভারতীয় দক্ষ প্লেয়ার রয়েছেন।
রাজস্থান রয়্যালস কার্যত একই দল ধরে রেখেছিল। দু-একটা জায়গা শক্তিশালী করার দিকে নজর ছিল তাদের। সেই অনুযায়ী প্লেয়ারও নিয়েছিল আইপিএলের মিনি অকশনে। এর মধ্যে উল্লেখযোগ্য ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার। রয়্যালসের একাদশে প্রথম ছয় সেট। ওপেনিংয়ে যশস্বী জয়সোয়াল, জস বাটলার। এরপর দেবদত্ত পাডিকাল, সঞ্জু স্য়ামসন, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ রয়েছেন। চমক হতে পারেন পাওয়ারফুল ব্য়াটার আকাশ বশিষ্ট। বোলিং বিভাবে ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহালের জায়গা নিশ্চিত। পরিস্থিতি বুঝে জেসন হোল্ডার কিংবা রবিচন্দ্রন অশ্বিনের কম্বিনেশন।