মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের শেষ ল্য়াপ। গ্রুপ পর্ব শেষ হচ্ছে আজ। ডাবল হেডারে দিনের দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি ইউপি ওয়ারিয়র্স ও দিল্লি ক্য়াপিটালস। প্লে-অফের লাইনআপও প্রস্তুত। মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্য়াপিটালসের পর তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে ইউপি ওয়ারিয়র্স। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই আরও একটা ম্যাচ। একই পরিস্থিতি দিল্লি ক্য়াপিটালসেরও। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিশাল জয়ে শীর্ষস্থানও ছিনিয়ে নিয়েছে দিল্লি। তবে শীর্ষস্থান অটুট রাখতে কী করতে হবে দিল্লিকে, তার ধারনা মিলবে দিনের প্রথম ম্য়াচে। উইমেন্স প্রিমিয়ার লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচ অর্থাৎ ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্য়াপিটালস ম্য়াচ প্রিভিউ TV9Bangla-য়।
দিল্লি ক্য়াপিটালস শুরু থেকেই অনবদ্য় ছন্দে ছিল। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম লেগের ম্য়াচে ৮ উইকেটের বড় ব্য়বধানে হার দিল্লির আত্মবিশ্বাসে বিরাট ধাক্কা দিয়েছিল। সেই হারের বদলাই যেন নিল দিল্লি। ফিরতি ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৯ উইকেটের বিশাল ব্য়বধানে জিতেছে দিল্লি ক্য়াপিটালস। শুধু তাই নয়। শীর্ষস্থান থেকে ছিটকে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। দিনের প্রথম ম্য়াচে আরসিবির বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্য়াচ জিতলে ফের শীর্ষে ফিরবে মুম্বই। তবে হরপ্রীতদের শীর্ষস্থানও নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে দিল্লি বনাম ইউপি ওয়ারিয়র্স ম্য়াচের দিকে। আর মুম্বই যদি প্রথম ম্য়াচে হেরে যায়। স্বস্তিতে থাকবে দিল্লি। সব মিলিয়ে শেষ দিনে নানা রোমাঞ্চ অপেক্ষা করছে।
মুম্বইয়ের শীর্ষে যাবার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। তাদের কাছে প্লে-অফের সম্ভাবনা নেই। ফলে হারানোরও কিছু নেই। মুম্বইয়ের বিরুদ্ধে অনেক খোলা মনে খেলতে পারবে তারা। অন্য়দিকে, দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে কাঁটা হয়ে দাঁড়াতে পারে ইউপি ওয়ারিয়র্স। হার কিংবা জিত, ইউপির কাছে শীর্ষে যাওয়ার সুযোগ নেই। তাদের এলিমিনেটর ম্যাচ খেলতেই হবে। ইউপি ওয়ারিয়র্সের নজর থাকবে জয়ের হ্য়াটট্রিকে ছন্দ ধরে রাখা। এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ কে হবে, সেটাও যেন ইউপির হাতেই। দিল্লি ক্য়াপিটালসের শীর্ষে ওঠার রাস্তায় জল ঢেলে দিতে পারে ইউপি ওয়ারিয়র্স। তবে এই ম্য়াচের অনেক কিছুই নির্ভর করছে প্রথম ম্য়াচটার উপরই।