India vs South Africa: ডিআরএস বিতর্কে সরগরম কেপটাউন টেস্ট, ক্ষুব্ধ কোহলি-রাহুলরা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 14, 2022 | 12:13 PM

বিরাট কোহলি একা নন। ভাইস ক্যাপ্টেন লোকেশ রাহুলও বলেন, 'সমগ্র দেশ এগারো জনের বিরুদ্ধে খেলছে।' অশ্বিন স্টাম্প মাইকে বলেন, 'জেতার জন্য অন্য কোনও ভালো রাস্তা বেছে নাও তোমরা।' বল ট্র্যাকিং টেকনোলজি আসার পর অনেক বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই এই বল ট্র্যাকিং টেকনোলজি সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। তবে গতকাল ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে এলগারের আউটের ক্ষেত্রে বল ট্র্যাকিং টেকনোলজি অনেক প্রশ্ন ও অনেক বিতর্ক তৈরি করল।

India vs South Africa: ডিআরএস বিতর্কে সরগরম কেপটাউন টেস্ট, ক্ষুব্ধ কোহলি-রাহুলরা
বিরাট কোহলি। ছবি: টুইটার

Follow Us

কেপটাউন: ভারত-দঃ আফ্রিকা টেস্টে ডিআরএস (DRS) ‘বিতর্ক’ দেখে অবাক ক্রিকেটবিশ্ব। গতকাল অশ্বিনের (Ravichandran Ashwin) বলে এলবিডব্লু হন ডিন এলগার। আম্পায়ার মারিয়াস এরাসমাস অশ্বিনের আবেদনে সাড়া দিয়ে আঙুলও তুলে দেন। খোলা চোখে পরিষ্কার এলবিডব্লু। কিন্তু ডিআরএস নিতেই বেঁচে যান এলগার। বল ট্র্যাকিং হক আইতে দেখা যায়, অশ্বিনের ডেলিভারি উইকেটের উপর দিয়ে বেড়িয়ে যাচ্ছে। যা দেখে হতবাক কোহলি, রাহুলরা। শুধু তাই নয়, ফিল্ড আম্পায়ারও নিজের সিদ্ধান্ত পরিবর্তন করার সময় বলতে থাকেন, এটা অসম্ভব। রাগে ফেটে পড়েন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। স্টাম্প মাইকে গিয়ে বিরাট বলেন, ‘নিজের দলকে নিয়ে ভাবো। যখন ওরা বল ঘষে সেদিকে ভালো নজর দিও। সবসময় বিপক্ষের দলের দিকে ফোকাস করো না।’

 

বিরাট কোহলি একা নন। ভাইস ক্যাপ্টেন লোকেশ রাহুলও বলেন, ‘সমগ্র দেশ এগারো জনের বিরুদ্ধে খেলছে।’ অশ্বিন স্টাম্প মাইকে বলেন, ‘জেতার জন্য অন্য কোনও ভালো রাস্তা বেছে নাও তোমরা।’ বল ট্র্যাকিং টেকনোলজি আসার পর অনেক বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই এই বল ট্র্যাকিং টেকনোলজি সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। তবে গতকাল ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে এলগারের আউটের ক্ষেত্রে বল ট্র্যাকিং টেকনোলজি অনেক প্রশ্ন ও অনেক বিতর্ক তৈরি করল।

 

 

 

প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার তারপরই বুমরার বলে আউট হন। এখানেও সেই ডিআরএস। তবে এক্ষেত্রে সঠিক সিদ্ধান্তই দেখানো হয়। এলগারের ব্যাটে লেগে বল সোজা ঋষভ পন্থের হাতে আসে। ফিল্ড আম্পায়ার আউট দেননি। কিন্তু রিভিউ নেওয়ার পরই দেখা যায়, বল এলগারের ব্যাটে লাগে। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য ১১১ রান দরকার। আর ভারতের প্রয়োজন ৮ উইকেট। পিটারসন ব্যাট করছেন। ফান ডার ডুসোঁ, বাভুমা, কাইল ভেরাইনরা এখনও বাকি আছেন। বুমরা-সামিরা যদি বাকি ৮ উইকেট নিতে পারেন, তাহলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস তৈরি করবে বিরাটের ভারত।

 

আরও পড়ুন: India vs South Africa: পন্থের অবিশ্বাস্য সেঞ্চুরিতেও টেস্ট জয়ের স্বপ্ন ক্রমশ ফিকে হচ্ছে ভারতের

Next Article