ম্যাচের সময় ক্রিকেটাররা কেন চুইং গাম চিবোন? জানুন আসল কারণ
ম্যাচ চলাকালীন ক্যামেরা জুম করলে দেখা যায়—কারও না কারও ঠোঁট নড়ছে টুকটুক করে। বুঝতে বাকি থাকে না, সেই ক্রিকেটার তখন চুইং গাম চিবোচ্ছেন। অনেকের কাছে এটা যেন স্টাইল স্টেটমেন্ট। কিন্তু এর নেপথ্যে রয়েছে একাধিক বাস্তব কারণ। জানুন বিস্তারিত।

ম্যাচ চলাকালীন ক্যামেরা জুম করলে দেখা যায়—কারও না কারও ঠোঁট নড়ছে টুকটুক করে। বুঝতে বাকি থাকে না, সেই ক্রিকেটার তখন চুইং গাম চিবোচ্ছেন। অনেকের কাছে এটা যেন স্টাইল স্টেটমেন্ট। কিন্তু এর নেপথ্যে রয়েছে একাধিক বাস্তব কারণ। আধুনিক ক্রিকেটে যেখানে প্রতিটি মুহূর্তে চাপ, সেখানে এক টুকরো গামই হয়ে ওঠে মানসিক সমর্থন।
১) চাপ কমানোর সহজ উপায়
ম্যাচের উত্তেজনা, দর্শকদের চিৎকার, বড় সিদ্ধান্ত—সব মিলিয়ে ক্রিকেটারদের মানসিক চাপ অনেক বেশি। চুইং গাম চিবোলে ব্রেনের রিল্যাক্স রেসপন্স বাড়ে, স্ট্রেস কমে।
২) ফোকাস বাড়াতে কার্যকর
বল আসা, ফিল্ড সেটিং বদল, দ্রুত সিদ্ধান্ত—সব কিছুর জন্য তীক্ষ্ণ মনোযোগ দরকার। গাম চিবোলে রিঅ্যাকশন টাইম বাড়ে, ফলে মন আরও সজাগ থাকে।
৩) মুখ শুকিয়ে যাওয়া প্রতিরোধ
গরম আবহাওয়া বা দীর্ঘক্ষণ ফিল্ডিং—দু’ক্ষেত্রেই মুখ শুকিয়ে যায়। গাম লালা নিঃসরণ বাড়ায়, ফলে মুখ আর্দ্র থাকে।
৪) অভ্যাস এবং রুটিনের অংশ
অনেক ক্রিকেটারের জন্য চুইং গাম এক ধরনের ম্যাচ-রুটিন। কারও জন্য এটা আত্মবিশ্বাস আনে, কারও জন্য কাজে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।
মাঠে চুইং গাম চিবোনো কোনও ক্রিকেটারের শুধুমাত্র অভ্যাস নয়, এর ফলে একদিকে ফোকাস যেমন বাড়ে, তেমনই মানসিক শক্তিও মেলে। পাশাপাশি শরীরের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে সাহায্য করে।
আরও পড়ুন – Abhimanyu Easwaran: একা কুম্ভ হয়ে লড়েও রক্ষা করতে পারলেন না অভিমন্যু, বাংলাকে ওড়াল অভিষেকের পঞ্জাব
আরও পড়ুন – Abhishek Sharma: ১২ বলে ৫০, ৩২ বলে সেঞ্চুরি! বাংলার বিরুদ্ধে দুরন্ত ইনিংস ক্যাপ্টেন অভিষেক শর্মার
আরও পড়ুন – Hardik Pandya: ১ মাস ১২ দিন রিহ্যাবে কাটিয়ে ২২ গজে ফিরছেন হার্দিক পান্ডিয়া, কোথায় দেখা যাবে তারকাকে?
