AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya: ১ মাস ১২ দিন রিহ্যাবে কাটিয়ে ২২ গজে ফিরছেন হার্দিক পান্ডিয়া, কোথায় দেখা যাবে তারকাকে?

হার্দিক পান্ডিয়া ১৪ অক্টোবর চোট নিয়ে বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে গিয়েছিলেন। সেখানে ১ মাস ১২ দিন রিহ্যাব পর্ব কাটানোর পর ২২ গজে ফেরার সবুজ সংকেত মিলেছে।

Hardik Pandya: ১ মাস ১২ দিন রিহ্যাবে কাটিয়ে ২২ গজে ফিরছেন হার্দিক পান্ডিয়া, কোথায় দেখা যাবে তারকাকে?
হার্দিক পান্ডিয়াImage Credit: PTI
| Updated on: Nov 29, 2025 | 6:03 PM
Share

কলকাতা: ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) প্রথম ওডিআই ম্যাচের আগে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে বড় আপডেট পাওয়া গিয়েছে। তারকা অলরাউন্ডার ২২ গজে ফেরার জন্য ফিট হয়ে উঠেছেন। দীর্ঘ ৪২ দিন কঠোর রিহ্যাব পর্ব কাটিয়েছেন হার্দিক। এ বার ফের ব্যাট-বল হাতে হার্দিকের ম্যাজিক দেখানোর পালা। কোথায় ও কবে অ্যাকশনে দেখা যাবে বরোদার তারকা অলরাউন্ডারকে?

যে এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হল, সেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে যার ফলে ফাইনালে খেলতে পারেননি। এরপর দেশের জার্সিতে আর কোনও ম্যাচ খেলতে পারেননি তারকা অলরাউন্ডার। তিনি যাবন বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে চোট সারাতে। এরপর বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের সদস্যদের তত্ত্বাবধানে সেখানে বেশ কিছুদিন ছিলেন তিনি। চোটমুক্ত হওয়ার পর সেখানেই চলেছে হার্দিকের রিহ্যাব পর্ব। এ বার হার্দিককে ফিট ঘোষণা করল বোর্ডের মেডিক্যাল টিম।

কবে ২২ গজে ফিরছেন হার্দিক পান্ডিয়া?

প্রথমে শোনা গিয়েছিল, আগামিকাল অর্থাৎ ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ওডিআই সিরিজে খেলতে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে। কিন্তু পরে বোর্ডের মেডিক্যাল টিম ঠিক করে বড় ফর্ম্যাটের জায়গায় ছোট ফর্ম্যাটে তিনি যদি কামব্যাক করেন, তা হলে চাপ কম হবে। আপাতত যা খবর, তাতে ৩২ বছর বয়সী অলরাউন্ডারকে দেখা যাবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। হায়দরাবাদে তিনি ক্রুণাল পান্ডিয়ার নেতৃত্বাধীন বরোদা দলের সঙ্গে যোগ দিচ্ছেন। খেলবেন ২ ডিসেম্বর, ৪ ও ৬ ডিসেম্বর।

হার্দিক পান্ডিয়া ১৪ অক্টোবর চোট নিয়ে বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে গিয়েছিলেন। সেখানে ১ মাস ১২ দিন রিহ্যাব পর্ব কাটানোর পর ২২ গজে ফেরার সবুজ সংকেত মিলেছে। হার্দিক সাদা বলের ক্রিকেটে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ক্রিকেট মহলের মতে, ছাব্বিশের কুড়ি-বিশের বিশ্বকাপে তাঁকে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই তাঁর মাঠে ফেরা নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে চায়নি বোর্ড।