India vs West Indies: দ্বিতীয় ওডিআইতেও নিজের জার্সি পরবেন না সূর্যকুমার যাদব, কারণ জানলে চমকে যাবেন
Suryakumar Yadav: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে সঞ্জু স্যামসনের (Sanju Samson) জার্সি পরে খেলতে দেখা গিয়েছিল সূর্যকুমার যাদবকে। কিন্তু কেন স্কাই পরেছিলেন সঞ্জুর জার্সি?
বার্বাডোজ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) ওডিআই সিরিজের প্রথম ম্যাচে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) জার্সি সকলের নজর কেড়েছে। এই ক্যারিবিয়ান সফরে নতুন জার্সি পরে খেলছেন রোহিত শর্মারা। কিন্তু নতুন ডিজাইনের বলে স্কাইয়ের জার্সি সকলের নজরে পড়েনি। এর পিছনে রয়েছে অন্য কারণ। আসলে শেই হোপদের বিরুদ্ধে প্রথম ওডিআইতে ভারতের একাদশে ছিলেন না সঞ্জু স্যামসন (Sanju Samson)। কিন্তু তারপরও ফিল্ডিং এবং ব্যাটিং দুটোই করতে দেখা যায় সঞ্জু স্যামসনকে। আসলে সঞ্জুর জার্সি পরে প্রথম ম্যাচে খেলেছেন স্কাই। প্রাথমিকভাবে নেটিজ়েনরা মনে করেছিল, সূর্যর জার্সি সময়মতো এসে না পৌঁছনোয় তিনি সঞ্জুর জার্সি পরে মাঠে নেমেছিলেন। এ বার জানা গেল এর পিছনে থাকা আসল কারণ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সঞ্জু স্যামসনের জার্সি পরে কেন খেললেন সূর্যকুমার যাদব? কারণ জানলে চমকে যাবেন
আসলে জার্সির সাইজে সমস্যা হওয়ার কারণে নিজের নামের জার্সি পরে মাঠে নামতে পারেননি সূর্যকুমার যাদব। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট অনুযায়ী, সূর্যকুমার যাদব টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন তাঁর জার্সির সাইজ নিয়ে সমস্যা হওয়ার কথা। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে কোনও মতে নিজের নামের জার্সি পরে ফটোশুট করেন সূর্য। যে জার্সি ছিল ‘মিডিয়াম’ সাইজের। আর তাঁর প্রয়োজন ‘লার্জ’ সাইজের জার্সি। তাই ম্যাচের সময় নিজের জার্সি পরে মাঠে নামেননি সূর্য। সঞ্জু স্যামসন একাদশে না থাকায় সূর্য তাঁর জার্সি পরে খেলতে নামেন।
নিয়ম অনুযায়ী ক্রিকেটাররা তাঁদের জার্সিতে যে নাম থাকবে তা টেপ দিয়ে ঢেকে দিতে পারবেন না। তাই সঞ্জুর জার্সি জেনে শুনে পরার পরও তা টেপ দিয়ে ঢেকে দেননি সূর্যকুমার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও নিজের জার্সিতে খেলবেন না সূর্যকুমার যাদব
জানা গিয়েছে, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্য়াচেও সূর্যকুমার যাদব নিজের জার্সি পরে মাঠ নামতে পারবেন না। কারণ, তাঁর নতুন জার্সি এখনও বার্বাডোজে পৌঁছায়নি। বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, ‘জার্সির সাইজ নিয়ে সমস্যা হয়েছিল। ম্যাচ শুরু হওয়ার ২ দিন আগে আমরা জানতে পেরেছিলাম বিষয়টা। দ্বিতীয় ওডিআইয়ের পর তিনি নতুন জার্সি পাবেন। টি-২০ সিরিজের জন্য বার্বাডোজে যে প্লেয়াররা যাবেন, তাঁদের সঙ্গে বিসিসিআই সূর্যকুমারের জার্সি পাঠিয়ে দিয়েছে। তার আগে অবধি তাঁকে খেলার সময় তাঁর সতীর্থদের জার্সিই পরতে হবে।’