লন্ডন : কয়েকদিন আগে ওড়িশায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। বাহানাগা স্টেশনের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Accident) সঙ্গে মালগাড়ির সংঘর্ষে প্রাণ গিয়েছে ২৮৮ জনের। এই ভয়াবহ দুর্ঘটনা যখন ঘটে তখন ভারতীয় দল ছিল লন্ডনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত ছিল ভারতীয় দলের ক্রিকেটাররা। আজ ওভালে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023)। সেখানেই দেখা গিয়েছে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছে ভারতীয় দল। শুধু টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাই নয়, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছে। ওড়িশার ওই মর্মান্তিক দুর্ঘটনার কবলে যাঁরা পড়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাতেই বিরাট-ওয়ার্নাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
Team India and Australia wearing black armbands and observing a moment of silence in memory of the victims of the Odisha train tragedy. pic.twitter.com/KZDlVTIoQI
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 7, 2023
ওড়িশার মর্মান্তিক দুর্ঘটনার খবর ভারতীয় শিবিরে পৌঁছানোর পর শোকপ্রকাশ করে টুইট করেছিলেন বিরাটরা। এ বার ওভালে ওই দুর্ঘটনায় নিহত মানুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে এক মিনিট নীরবতাও পালন করেছেন দুই দলের ক্রিকেটারসহ স্টেডিয়ামে উপস্থিত সমস্ত দর্শকরা।
A moment of silence for the memory of victims in the Odisha Train accident. pic.twitter.com/aliPgbKnSW
— Johns. (@CricCrazyJohns) June 7, 2023
বিসিসিআইয়ের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে খেলা শুরুর আগে ওড়িশা ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে ভারতীয় ক্রিকেট দল নীরবতা পালন করেছে। ওই দুর্ঘটনায় মৃত্যুদের জন্য শোক প্রকাশ করেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। যাঁরা নিজের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানায় টিম ইন্ডিয়া। ওই দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানাতে টিম ইন্ডিয়া কালো আর্মব্যান্ড পরেছে।
The Indian Cricket Team will observe a moment of silence in memory of the victims of the Odisha train tragedy ahead of the start of play on Day 1 of the ICC World Test Championship final at The Oval.
The team mourns the deaths and offers its deepest condolences to the families… pic.twitter.com/mS04eWz2Ym
— BCCI (@BCCI) June 7, 2023