আমেদাবাদ: বাইশ গজ অনেক ক্রিকেটারকে অনেক কিছু দেয়। তেমন অনেক ক্রিকেটারকে অনেক কিছু সহ্য করতে হয়। সব ক্রিকেটার রোজ নিজের সেরাটা তুলে ধরবেন, তেমনটা তো সব সময় হয় না। ক্রিকেটাররা ভালো খেললে তাঁদের সমর্থকরা মাথায় তুলে রাখেন। কোনও ক্রিকেটার খারাপ খেললে তাঁদের নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। এই যদি মহম্মদ সিরাজকে নিয়েই কথা বলা হয়… চলতি বিশ্বকাপে এখনও অবধি তিনটি ম্যাচ খেলেছে ভারত। মেন ইন ব্লুর হয়ে ৩টি ম্যাচেই একাদশে ছিলেন ভারতের তারকা বোলার মহম্মদ সিরাজ। তার মধ্যে বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে ২টি উইকেট পেয়েছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে একটিও উইকেট পাননি সিরাজ। তার জন্য সিরাজকে নিয়ে কম সমালোচনা হয়নি। বিশ্বকাপে (ICC World Cup) পাক ম্যাচে অবশ্য গ্রিন আর্মির নেতা বাবর আজম এবং আবদুল্লা শাফিকের উইকেট নেন সিরাজ। তারপরই সিরাজের মুখে হুংকার… বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
পাকিস্তানের বিরুদ্ধে ছয় বোলারকে খেলান রোহিত। শার্দূল ঠাকুর মাত্র ২ ওভার বল করেন। তিনি ছাড়া বাকি ৫জন ২টি করে উইকেট পান। ৫০ রান খরচ করে পাকিস্তানের বিরুদ্ধে ২ উইকেট নেন সিরাজ। পাক ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে সিরাজকে তাঁর আফগানদের বিরুদ্ধে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয়। সিরাজ বলেন, ‘আপনারা যখন অফিস যান, রোজ একইরকম তো সময় কাটে না। কোনওদিন ভালো, আর কোনওদিন খারাপ সময় কাটে। তাই একদিন খারাপ খেলার মানে আমি খারাপ বোলার হয়ে যাইনি। আমার নিজের উপর বিশ্বাস রয়েছে। নিজের বোলিংয়ে আস্থা রয়েছে। আমার এক নম্বর বোলার হওয়ার ক্ষমতা রয়েছে। খারাপ খেললেও নিজেকে সামলে নিয়েছি। তার ফলও পেয়েছি।’
এরপরই সিরাজকে প্রশ্ন করা হয় তিনি কী বিশ্বকাপে খেলার কথা ভেবেছিলেন? তাতে সিরাজের উত্তর, ‘সত্যি বলতে কী আমি স্বপ্নেও ভাবিনি বিশ্বকাপে খেলব। এবং ভারত-পাক ম্যাচে খেলব সেটাও ভাবিনি। কিন্তু আমি এখন বিশ্বকাপে খেলছি। ভারত-পাক ম্যাচও খেলেছি। এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি। ভারত-পাকিস্তান ম্য়াচ কতটা উত্তেজক আমরা সকলেই জানি। আমি এ বার সেই ম্যাচের অভিজ্ঞতাও অর্জন করেছি।’ এই প্রথম বার সিনিয়র বিশ্বকাপে খেলছেন সিরাজ। ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। এ বার দেখার তিনি বাকি টুর্নামেন্টে কতটা ছাপ রাখতে পারেন।