
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক স্কোরের রেকর্ড রয়েছে ব্রায়ান লারার। অপরাজিত ৪০০ রানের রেকর্ড গড়েছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে যাবে, এমনটাই মনে হচ্ছিল। কিন্তু সেই রেকর্ড অক্ষতই রইল। ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন উইয়ান মুল্ডার। চাইলে ৪০০ অবধি পৌঁছনোর চেষ্টা করাই যেত। ক্যাপ্টেন নিজেই অবশ্য টিমের স্বার্থকেই গুরুত্ব দেন। ৩৬৭ রানে অপরাজিত থাকেন উইয়ান মুল্ডার।
ব্রায়ান লারার ৪০০ অক্ষত রাখলেও টেস্ট ক্রিকেটের ইতিহাসে ব্যক্তিগত স্কোরের নিরিখে সেরা পাঁচে ঢুকে পড়লেন প্রোটিয়া অলরাউন্ডার। ব্রায়ান লারার ৪০০-র পর রয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মহেলা জয়বর্ধনের (৩৭৪), লারার (৩৭৫) ম্যাথিউ হেডেনের ৩৮০। তালিকায় পঞ্চম স্থানে মুল্ডারের অপরাজিত ৩৬৭।
জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৬২৬-৫ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করে টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার দ্রুত ফিরলেও তিনে নামা ক্যাপ্টেন মুল্ডারের ৩৬৭, ডেভিড বেডিংহ্য়ামের (৮২) এবং লুয়ান দ্রে প্রিটোরিয়াসের ৭৮ রানের দুর্দান্ত ইনিংস।