World Cup 2023: বিশ্বকাপে খেলবেন? দু’সপ্তাহে ফিট প্রমাণ করতে হবে উইলিয়ামসনকে!

Kane Williamnson: পর পর দু'বার বিশ্বকাপ ফাইনালে ওঠা নিউজিল্যান্ড কি এ বার খেতাব জিততে পারবে? আপাতত টিমের সেরা ক্রিকেটারকে নিয়ে চাপের মুখে কিউয়িরা।

World Cup 2023: বিশ্বকাপে খেলবেন? দু'সপ্তাহে ফিট প্রমাণ করতে হবে উইলিয়ামসনকে!
বিশ্বকাপে খেলবেন? দু'সপ্তাহে ফিট প্রমাণ করতে উইলিয়ামসনকে!Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2023 | 3:57 PM

অকল্যান্ড: গত বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা হয়েছিলেন তিনি। কিন্তু এই বিশ্বকাপে (World Cup 2023) কি দেখতে পাওয়া যাবে তাঁকে? এই প্রশ্ন আপাতত তাড়িয়ে বেড়াচ্ছে নিউজিল্যান্ডকে। সপ্তাহখানেকের মধ্যেই বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে। কেন উইলিয়ামসনকে (Kane Williamson) জাতীয় টিমে দেখা যাবে কিনা, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের (England) বিরুদ্ধে খেলবে হবে নিউজিল্যান্ডকে (New Zealand)। উইলিয়ামসনের টিমে না থাকা মানে তাঁর অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে টিম। জাতীয় টিমের কোচ গ্যারি স্টিড (Gary Stead) যে চাপে, সন্দেহ নেই। আর তাই, নিউজিল্যান্ডের কোচ দিলেন উইলিয়ামসনকে নিয়ে বড় আপডেট। কী বললেন তিনি? TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।

গ্যারি স্টিড জানিয়েছেন, জাতীয় টিমে ফিরতে হলে উইলিয়ামসনকে আগামী দু’সপ্তাহের মধ্যে নিজেকে ১০০ শতাংশ ফিট প্রমাণ করতে হবে। তবেই তাঁকে টিমে ফেরানো হবে। ওয়ান ডে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সাফল্যে পেতে হলে পুরো টিমকেই পূর্ণ ফিট থাকতে হবে। টিমের কারও চোট থাকা মানে তাঁর সার্ভিস পুরোপুরি পাবে না টিম। ভারত, অস্ট্রলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সহ সব টিমই তাই ফিট ক্রিকেটারেই ফোকাস করছে। কিউয়িদের কাছে লড়াইটা এ বারও বেশ কঠিন। টিমে অভিজ্ঞতা ভরপুর রয়েছে। কিন্তু উপমহাদেশের উইকেটে সাফল্য পেতে হলে মাঝের ওভারগুলোয় ফোকাস করতে হয়। একজন বা দু’জন ক্রিকেটারকে মিডল অর্ডারে টানতে হয় টিমকে। স্কোরবোর্ড সচল রাখতে হয়, রান তাড়া করার কাজটা সমানতালে চালিয়ে যেতে হয়, বিপক্ষ বোলাররা বিশেষ করে স্পিনাররা যাতে মাথায় চড়তে না পারেন, সে দিকেও নজর রাখতে হয়। উইলিয়ামসন দীর্ঘদিন আইপিএলে খেলার দরুণ ভারতের উইকেট খুব ভালো বোঝেন। স্পিনারদের খেলার স্কিলও তাঁর রয়েছে। গত এক যুগ ধরে সব ফর্ম্যাটেই অত্যন্ত সফল ক্রিকেটার। যে কারণে তাঁকে বাদ দিয়ে বিশ্বকাপে খেলার কথা ভাবতেও পারবে না নিউজিল্যান্ড।

উইলিয়ামসনের ফিটনেসও ভাবাচ্ছে। গত আইপিএলের শুরুর দিকে চোট পেয়েছিলেন। তার পর আর মাঠে ফিরতে পারেননি। ভারতের মাটিতে বিশ্বকাপ অত্যন্ত কঠিন পরীক্ষা হতে চলেছে টিমগুলোর কাছে। বিশেষ করে উপমহাদেশের বাইরের টিমগুলোর কাছে। যে কারণে নিজেদের মেলে ধরতে হলে অভিজ্ঞতা, আগ্রাসনের সঙ্গে পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনা সফল ভাবে কাজে লাগাতে পারবেন, এমন ক্রিকেটারও চাই। উইলিয়ামসনের বিকল্প যে নেই, কিউয়িরা ভালোই জানেন।