Mamata Banerjee on Sourav Ganguly: ‘সৌরভ তো বোল্ড আউট করবে’, মহারাজের রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন মমতা?

সৌরভ কি রাজনীতিতে আসছেন? প্রশ্ন উঠে যায় তখনই। সামনের সারিতে বসে থাকা সৌরভ হাসি মুখে শুনছিলেন কথোপকথন। দর্শক আসন থেকে একজন এ নিয়ে প্রশ্নও করে বসেন।

Mamata Banerjee on Sourav Ganguly: সৌরভ তো বোল্ড আউট করবে, মহারাজের রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন মমতা?
Mamata Banaerjee on Sourav Ganguly: 'সৌরভ তো বোল্ড আউট করবে', মহারাজের রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন মমতা?Image Credit source: PTI

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 09, 2024 | 2:36 PM

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় কি রাজনীতিতে আসছেন? এই প্রশ্ন নতুন নয়। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রায়ই ভেসে উঠেছে এই জল্পনা। তবে, ভারতীয় টিমের প্রাক্তন ক্যাপ্টেন কখনওই সরাসরি রাজনীতিতে জড়িয়ে পড়েননি। রাজনীতির জগতের সঙ্গে বরাবর সূক্ষ্ম দূরত্ব বজায় রেখেছেন কলকাতার মহারাজ। সেই মহারাজই কি এবার রাজনীতিতে যোগ দিতে চলেছেন? অন্য কোনও দল নয়, সরাসরি বাংলার শাসক দলেই যোগ দিতে চলেছেন? একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে তেমনই জল্পনা তৈরি হল। আর কেউ নন, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কথায় তৈরি হয়েছে তুমুল জল্পনা। তবে তা স্রেফ রসিকতা কিনা, তা নিয়েও থাকতে পারে প্রশ্ন।

অনুষ্ঠানের সঞ্চালক কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, আগামী বিধানসভা ভোটেও হয়তো প্রবলভাবে ক্ষমতায় আসছে তৃণমূল। মমতা থামিয়ে দিয়ে বলেন, ‘হয়তো, টয়তো নয়। মানুষের প্রতি আমার ভরসা, আস্থা, বিশ্বাস আছে। আমরাই আসব, আমি এটাই বিশ্বাস করি।’ ঠিক তখনই মুখ্যমন্ত্রী বলে বসেন, ‘সৌরভ তো বোল্ড আউট করবে!’

সৌরভ কি রাজনীতিতে আসছেন? প্রশ্ন উঠে যায় তখনই। সামনের সারিতে বসে থাকা সৌরভ হাসি মুখে শুনছিলেন কথোপকথন। দর্শক আসন থেকে একজন এ নিয়ে প্রশ্নও করে বসেন। মমতাও হাসি মুখে বলে দেন, ‘এর উত্তর তো সৌরভই দিতে পারবে। ক্রিকেটে ওরা বোল্ড আউট করে, ব্যাটিং করে, ওরাই উত্তর দিতে পারবে। আমি খেলার লোক নই। তবে খেলা ভালোবাসি।’

মাইক নিয়ে সৌরভ কিন্তু প্রশ্নকর্তাকে বলে দেন, ‘জিজ্ঞেস করুন না, আপনি কবে খেলবেন আবার। এটাই শুনতে ভালো লাগে। রাজনীতির মানুষের কাজ রাজনীতি, আমার কাজ অন্য়। এটাই আমার জীবনের নিয়ম।’ মঞ্চে বসে মমতা তখন হাসছিলেন। ওখানেই শেষ হয়ে যেত ব্যাপারটা। তা হল না। বরং প্রশ্ন আরও জোরালো হয়ে উঠল মহারাজের জন্যই। সঞ্চালক আবার প্রশ্ন করেন সৌরভকে, তা হলে আপনি রাজনীতিতে আসছেন না? সৌরভ হাসতে হাসতে বলেন, ‘এটা বলার জায়গা এই প্ল্যাটফর্ম নয়।’

রাজনীতিতে যোগ দিচ্ছেন সৌরভ, কয়েক বছর পর আগে প্রবল ভাবে শোনা গিয়েছিল। তিনি তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। সচিব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। সৌরভের বিজেপি ঘনিষ্ঠতার কারণেই এই সম্ভাবনা কেউ কেউ দেখতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু সৌরভ সযত্নে তা এড়িয়ে গিয়েছিলেন। তৃণমূলে যোগ দিতে পারেন, সেই গুঞ্জনও কি জল্পনা থেকে যাবে? সময়ই উত্তর দেবে এই প্রশ্নের।