Asia Cup, CWC: আয়ার্ল্যান্ড সিরিজে বিশ্রাম! এশিয়া কাপ ও বিশ্বকাপের ভাবনা থেকেই হয়তো…

Ireland Series: শুধু হার্দিকই নন, এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে অনেকের ক্ষেত্রেই। তরুণ ক্রিকেটার শুভমন গিল এখন জাতীয় দলে তিন ফরম্যাটেই অটোমেটিক চয়েস। বিশ্বকাপের কথা মাথায় রেখে শুভমনকেও বিশ্রাম দেওয়া হতে পারে।

Asia Cup, CWC: আয়ার্ল্যান্ড সিরিজে বিশ্রাম! এশিয়া কাপ ও বিশ্বকাপের ভাবনা থেকেই হয়তো…
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 20, 2023 | 10:19 PM

ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ডমিনিকায় প্রথম টেস্ট জিতেছে ভারত। পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। টেস্ট সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। সীমিত ওভারের টিমের বাকিরাও রওনা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে। টি-টোয়েন্টি সিরিজে শেষ দুটি ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। এরপরই আয়ার্ল্যান্ড সফর। সেখানে ভারতীয় দলে বিশ্রাম দেওয়া্ হতে পারে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ওয়েস্ট ইন্ডিজ সফরেও টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। ক্যারিবিয়ান সফর শেষে ১৮ অগস্ট থেকে শুরু হবে আয়ার্ল্যান্ড সফর। এরপর এশিয়া কাপ রয়েছে। এ বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপও। ফলে ওয়ার্কলোডের কথা ভেবে হার্দিক পান্ডিয়াকে আয়ার্ল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। এশিয়া কাপ এবং বিশ্বকাপের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন।

শুধু হার্দিকই নন, এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে অনেকের ক্ষেত্রেই। তরুণ ক্রিকেটার শুভমন গিল এখন জাতীয় দলে তিন ফরম্যাটেই অটোমেটিক চয়েস। বিশ্বকাপের কথা মাথায় রেখে শুভমনকেও বিশ্রাম দেওয়া হতে পারে। ভারতের ওয়ান ডে দলে গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পান্ডিয়া। দলে ব্যালান্স রাখতে হার্দিককে প্রয়োজন। বোর্ডের সেই কর্তা বলছেন, ‘এখনও কিছু চূড়ান্ত হয়নি। ওয়েস্ট ইন্ডিজে ওয়ান ডে এবং টি-টোয়েন্টির পর হার্দিকের কী পরিস্থিতি থাকে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের প্রধান লক্ষ্য ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। ভুললে চলবে না, বিশ্বকাপে রোহিতের ডেপুটি থাকবে হার্দিক।’