মাঝে মাঝেই তাঁর মন্তব্যে ঝড় ওঠে। তিনি বলতে ভারতের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং। তাঁর আরও একটা পরিচয়, যুবরাজ সিংয়ের বাবা। ভারতের জোড়া বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য যুবরাজ সিং অনেকবারই নিজের উত্থান প্রসঙ্গে বাবার অবদান তুলে ধরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সফল ক্রিকেটার যুবরাজ। যদিও তাঁর বাবা মনে করেন, ছেলের কেরিয়ারে বারবার বাধা তৈরি করেছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের বিশ্বজয়ী অধিনায়ককে নিয়েও অতীতে বেশ কয়েকবার বেফাঁস মন্তব্য করেছেন যোগরাজ সিং। যার পরিপ্রেক্ষিতে যুবরাজ সিং আবার মন্তব্য করেছিলেন, তাঁর বাবা এমন বেফাঁস মন্তব্য করেই থাকেন, সেগুলো নিয়ে মাথা ঘামাতে না। এ বার সচিন-পুত্রকে নিয়ে করা যোগরাজ সিংয়ের মন্তব্য ঝড় তুলেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরকে নিয়ে বলেছেন, ‘আপনারা কয়লার খনিতে হিরে দেখেছেন? ও কিন্তু কয়লা।’ অর্জুন তেন্ডুলকরের ক্রিকেটীয় দক্ষতা প্রসঙ্গে আরও যোগ করেন, ‘কয়লার খনি থেকে হিরে বের করার সময় সেটা কার্যত পাথরই থাকে। যে এর মূল্য বোঝে, সেটাকে ঘষে মেজে হিরেতে পরিণত করে। কোহিনূরের মতো দামি হিরেও তৈরি করতে পারেন।’
এখানেই শেষ নয়, যোগরাজ আরও যোগ করেন, ‘কিন্তু ভুল হাতে পড়লে সে এর মূল্য না বুঝে ধংস করে দিতে পারে। আমি এটা বলি না, বরং আমাকে নিয়ে যুবরাজ সিংই বলে যে আমার বাবার হাতে ম্যাজিক রয়েছে, আমি আজ যা কিছু, তাঁর জন্যই।’ অর্জুন তেন্ডুলকরকে নিয়ে যোগরাজ সিংয়ের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকেই মনে করেন, যোগরাজ সিং ঠিকই বিশ্লেষণ করেন। আবার অনেকের মতে, তাঁর এমন কড়া মন্তব্য করা ঠিক হয়নি।