ফর্মে ফিরলেন অ্যালিস ক্যাপসি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে দলকে জয়ও এনে দিলেন। মেয়েদের অ্যাসেজে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড। লর্ডসে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ লুইসে ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে জিতল ইংল্যান্ড। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হেদার নাইট। অজি অধিনায়ক অ্যালিসা হিলি এবং আর এক ওপেনার বেথ মুনি বিধ্বংসী শুরু করলেও তাদের দ্রুতই ফেরান চার্লি ডিন ও ন্যাট সিবার। মিডল অর্ডারে অ্যাশলে গার্ডনার (২৫ বলে ৩২), এলিস পেরি (২৫ বলে ৩৪) এবং গ্রেস হ্যারিস (১৫ বলে ২৫)। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান করে অস্ট্রেলিয়া। ন্যাট সিবার দুটি উইকেট নেন। লরেন বেল ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ১ উইকেট নেন।
বৃষ্টির কারণে ইংল্যান্ডের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৪ ওভারে ১১৯ রান। শুরুতেই সোফিয়া ডাঙ্কলিকে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা দেন ডার্সি ব্রাউন। ড্যানি ওয়্যান এবং ন্যাট সিবার ক্যামিও ইনিংস খেলেন। কিন্তু দুই শিবিরে পার্থক্য গড়ে দেন অ্যালিস ক্যাপসি। ২৩ বলে ৪৬ রানের অনবদ্য পারফরম্যান্স অ্যালিস ক্যাপসি। ১৩.২ ওভারেই জয়ের লক্ষ্য পেরিয়ে যায় ইংল্যান্ড। মেগান শুট ২ উইকেট নিলেও ৩ ওভারে ৩৫ রান দিয়েছেন।
টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে বাকি দুটি টি-টোয়েন্টি জিতে সিরিজও জিতল ইংল্যান্ড। উইমেন্স অ্যাসেজ সিরিজের একমাত্র টেস্টে জিতেছিল অস্ট্রেলিয়া। ফলে তাদের ঝুলিতে ছিল ৪ পয়েন্ট। প্রথম টি-টোয়েন্টি থেকে আরও দু-পয়েন্ট। সিরিজে পয়েন্টের নিরিখে অস্ট্রেলিয়া এগিয়ে ৬-৪ ব্যবধানে। এখনও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ বাকি।