Women’s Ashes, ENG vs AUS : মেয়েদের অ্যাসেজেও বজায় অজিদের দাপট, মুনির ৬১ রানের ইনিংসে ইংল্যান্ড ‘বধ’

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 02, 2023 | 9:19 AM

টেস্টে দাপুটে জয়ের পর মেয়েদের অ্যাসেজ সিরিজে প্রথম টি-২০ ম্যাচ জিতল অস্ট্রেলিয়া।

Womens Ashes, ENG vs AUS : মেয়েদের অ্যাসেজেও বজায় অজিদের দাপট, মুনির ৬১ রানের ইনিংসে ইংল্যান্ড বধ
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : মেয়েদের অ্যাসেজ সিরিজে (Women’s Ashes) বজায় রয়েছে অস্ট্রেলিয়ার দাপট। ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যাসেজের একমাত্র টেস্ট ম্যাচে জয়ের পর অস্ট্রেলিয়া টিম ইংল্যান্ডকে প্রথম টি-২০ ম্যাচেও হারিয়ে দিয়েছে। বার্মিংহ্যামের মাঠে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড টিম (ENG vs AUS) ৭ উইকেটে ১৫৩ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়ার মহিলা দল ৬ উইকেট হারিয়ে লক্ষ্য পার করে যায়। ম্যাচটি হলুদ জার্সিধারীরা জিতেছে ৪ উইকেটে। বেথ মুনি খেললেন ৪৭ বলে ৬১ রানের ম্যাচ জেতানো ইনিংস। এছাড়া তাহলিয়া ম্যাকগ্রার ২৯ বলে ৪০ রানের ইনিংস। অনায়াসে হেদার নাইটদের হারিয়ে মেয়েদের অ্যাসেজ সিরিজে দাপট জিইয়ে রাখল সফরকারী টিম। বিস্তারিত রইল TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

ইংল্যান্ডের মান বাঁচালেন সোফিয়া

টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান অজি ক্যাপ্টেন অ্যালিসা হিলি। ইংরেজদের ইনিংসের সূচনা মোটেও স্বস্তিদায়ক ছিল না। ৫১ রানে তিন উইকেট হারিয়ে ফেলে আয়োজক দেশ। এরপর সোফিয়া ডাঙ্কলে ও ক্যাপ্টেন হেদার নাইট ইনিংসের হাল ধরেন। দু’জনের মধ্যে ৫৫ রানের পার্টনারশিপ হয়। নাইট ২২ বলে তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৯ রান করে ফেরেন। এরপর এমি জোন্সের সঙ্গে জুটি বেঁধে ইংল্যান্ডের স্কোর সম্মানজনক জায়গায় পৌঁছে দেন সোফিয়া। ৪৯ বলে ৫৬ রান করেন তিনি। ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৫৩ রান তোলে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন জেস জোনাসেন।

মুনির ব্যাটে হার ইংরেজদের

রান তাড়া করতে নেমে প্রথমেই ক্যাপ্টেন অ্যালিসা হিলির (৫) উইকেট হারায় অস্ট্রেলিয়া। তিন নম্বরে ব্যাট করতে নেমে ২৯ বলে ৪০ রান করেন তাহলিয়া ম্যাকগ্রা। এতে অস্ট্রেলিয়া জমি পায়। অস্ট্রেলিয়ার স্কোর তিন অঙ্ক পার হওয়া পর্যন্ত টিকে ছিলেন ওপেনার বেথ মুনি। ৬১ রান এসেছে তাঁর ব্যাটে। অ্যাশলে গার্ডনার ৩১ রানের অবদান রাখেন।

Next Article