নয়াদিল্লি: ছেলেদের আইপিএল (IPL) নিয়ে ঠিক যেমনটা মাতামাতি হয়, এ বার থেকে মেয়েদের আইপিএল (Women’s IPL) নিয়েও তেমনই চলছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। চলতি বছরের মার্চে মেয়েদের আইপিএলের ঢাকে কাঠি পড়বে। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, মেয়েদের আইপিএল (WIPL) শুরু হবে ৪ মার্চ। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্ট শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। মেয়েদের কুড়ি-বিশের বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে মেয়েদের আইপিএল। সংবাদসংস্থা পিটিআইকে অরুণ ধুমাল বলেছেন, “উইমেন্স প্রিমিয়ার লিগ ৪-২৬ মার্চ অবধি মুম্বইতে হবে।” বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
জানা গিয়েছে, মেয়েদের আইপিএলের ভেনু হিসেবে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়াম ও ডিওয়াই পাতিল স্টেডিয়াম এই দুটিকে বেছে নেওয়া হয়েছে। এখানেই হবে মেয়েদের আইপিএলের সবক’টি ম্যাচ। সম্ভবত মেয়েদের আইপিএলের উদ্বোধনী সংস্করণের প্রথম ম্যাচে মুখোমুখি হতে পারে গুজরাট জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দল।
অরুণ ধুমাল জানিয়েছেন, ১৩ ফেব্রুয়ারি হবে মহিলাদের আইপিএলের উদ্বোধনী সংস্করণের নিলাম। আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পরের দিনই হবে মেয়েদের আইপিএলের নিলাম। মোট ৫টি শহর আসন্ন মেয়েদের আইপিএলে খেলবে।
১২৮৯ কোটি টাকা দিয়ে মেয়েদের আইপিএলে দল কিনেছে আদানি। ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড ৯১২ কোটি ৯৯ লক্ষ টাকায় মুম্বই দলটি কিনেছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৯০১ কোটি টাকা দিয়ে একটি দল কিনেছে। মহিলা আইপিএলে ৮১০ কোটি টাকা দিয়ে দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেটও। এ ছাড়া মেয়েদের আইপিএলের উদ্বোধনী সংস্করণের পঞ্চম দলটি কিনেছে কাপ্রি গ্লোবাল হোল্ডিংস ৭৫৭ কোটি টাকায় লখনউয়ের দল কিনেছে।
সূত্রের খবর প্রায় ১৫০০-র কাছাকাছি মহিলা ক্রিকেটার উইমেন্স প্রিমিয়ার লিগের জন্য নাম রেজিস্ট্রেশন করিয়েছেন। চলতি সপ্তাহে চূড়ান্ত তালিকা প্রকাশ্যে আসতে পারে। প্লেয়ারদের কেনার জন্য প্রত্যেক দলের কাছে ১২ কোটি করে টাকা রয়েছে। একটি দল কমপক্ষে ১৫জন ক্রিকেটারকে কিনতে পারবে। সর্বাধিক ১৮ জন ক্রিকেটার থাকতে পারবে প্রত্যেক দলে। যার মধ্যে ৫জন বিদেশি থাকতে হবে এবং আইসিসির সহযোগী দেশগুলির ক্রিকেট টিম থেকে এক সদস্যকে দলে রাখতে হবে। পুরো টুর্নামেন্ট জুড়ে মোট ২২টি ম্যাচ হবে।