উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। গত বার এই টুর্নামেন্ট জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুর্দান্ত পারফরম্যান্সে আরসিবির হয়ে প্রথম ট্রফি জিতেছিলেন স্মৃতি মান্ধানারা। এ বার শুরুটা দুর্দান্ত হয়েছিল। যদিও ঘরের মাঠে চার ম্যাচেই হার তাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল আরসিবি। তাদের কাছে শেষ ম্যাচে হেরে সরাসরি ফাইনালে যাওয়া হল না মুম্বই ইন্ডিয়ান্সের। পয়েন্ট টেবলে শীর্ষে থাকায় ফাইনালে উঠল দিল্লি ক্যাপিটালস। এলিমিনেটর ম্যাচে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস। জয়ী দল ফাইনালে দিল্লির বিরুদ্ধে নামবে।
মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত কাল গুজরাট জায়ান্টসকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে ১০ পয়েন্টে দিল্লি ক্যাপিটালসকে ছুঁয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও নেট রান রেটে এগিয়ে দিল্লি ক্যাপিটালস। ফলে শেষ ম্যাচে আজ আরসিবিকে হারাতে পারলে তবেই সরাসরি ফাইনালে ওঠার সুযোগ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। কিন্তু সেটা আর হল না। জয় দিয়েই মরসুম শেষ করলেন স্মৃতি মান্ধানারা।
প্রথমে ব্যাট করে ১৯৯-৩ এর বিশাল স্কোর গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাফসেঞ্চুরি করেন ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা। আরেক ওপেনার সাব্বিনেনি মেঘনা ১৩ বলে ২৬ করেন। এলিস পেরি ৩৮ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। বিধ্বংসী ইনিংস রিচা ঘোষের। ২২ বলে ৩৬ করে তিনি। অলরাউন্ডার জর্জিয়া ওয়্যারহ্যাম ১০ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন।
রান তাড়ায় মরিয়া চেষ্টা করে মুম্বই ইন্ডিয়ান্স। অলরাউন্ডার ন্যাট সিবার ব্রান্ট মাত্র ৩৫ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকে আরসিবি। শেষ অবধি মাত্র ১১ রানে হার মুম্বই ইন্ডিয়ান্সের। ১৩ মার্চ এলিমিনেটরে তারা খেলবে গুজরাটের বিরুদ্ধে। ১৫ মার্চ ফাইনাল।