AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs PAK: পাকিস্তান ম্যাচের আগে প্রশ্নবাণের মুখে ভারতের বোলিং কোচ, কী বলছেন?

ICC Women's T20 Cup 2024: সিনিয়র বোলাররা হতাশ করেছেন, ব্যাটিংয়েও শট সিলেকশনে গলদ। আর ফিল্ডিং, খুবই খারাপ। রবিবার অর্থাৎ কাল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে জিততেই হবে। তার আগে সাংবাদিক সম্মেলনে কী বলছেন বোলিং কোচ?

IND vs PAK: পাকিস্তান ম্যাচের আগে প্রশ্নবাণের মুখে ভারতের বোলিং কোচ, কী বলছেন?
Image Credit: ICC
| Updated on: Oct 05, 2024 | 4:57 PM
Share

টি-টোয়েন্টি হোক বা ওয়ান ডে। কোনও ফরম্যাটেই বিশ্বজয়ের স্বাদ পায়নি ভারতের মহিলা ক্রিকেট দল। ওডিআইতে একাধিক এবং টি-টোয়েন্টিতে একবারই ফাইনাল খেলেছে ভারত। সেমিফাইনাল বহুবার। ট্রফির এত কাছ থেকে বারবার ফেরা। বড় মঞ্চে স্নায়ুর চাপে ভোগা, এই হতাশার শেষ কবে, এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত টিম গড়েছে ভারত। কিন্তু প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানের বিরাট ব্যবধানে হার, আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। সিনিয়র বোলাররা হতাশ করেছেন, ব্যাটিংয়েও শট সিলেকশনে গলদ। আর ফিল্ডিং, খুবই খারাপ। রবিবার অর্থাৎ কাল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে জিততেই হবে। তার আগে সাংবাদিক সম্মেলনে কী বলছেন বোলিং কোচ?

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ভারতীয় দলের বোলিং কোচ আবিষ্কার সালভি। দেশের এই প্রাক্তন পেসারকে কিছুটা যেন নেতিবাচক দেখাল পাকিস্তান ম্যাচের আগে। কী ভাবে ঘুরে দাঁড়াবে দল? ভারতের বোলিং কোচ বলছেন, ‘গতকাল যা হয়েছে, ভাবছি না। আগামিকাল আমাদের নতুন একটা ম্যাচ। আমাদের দুর্দান্ত প্রস্তুতি হয়েছে। মানসিক ভাবে শক্তিশালী থাকতে। নিজেদের পরিকল্পনার উপর ভরসা রেখে তা বাস্তবায়িত করতে হবে।’

প্রথম ম্যাচে ভারতের ফিল্ডিং যে খারাপ হয়েছে তা স্বীকার করে নিয়েছেন সালভিও। তেমনই অবাক করেছিল, পেসার পূজা বস্ত্রকারকে দিয়ে মাত্র এক ওভার বোলিং করানো হয়। নিউজিল্যান্ডের পেসাররা কিন্তু দারুণ সাফল্য পেয়েছেন। কেন এমন সিদ্ধান্ত? পূজার কি চোট রয়েছে? কোচ বলছেন, ‘চোটের ব্যাপার নেই। আসলে আমাদের কাছে ছয় বোলিং অপশন ছিল। সেক্ষেত্রে কাউকে না কাউকে কোটার বোলিং করানো যাবে না, এটা নিশ্চিত। এটাই হয়েছিল।’

পাকিস্তান ম্যাচের পরিকল্পনা সম্পর্কে বলছেন, ‘বিশ্বকাপে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রতিটা টিমেরই শক্তি-দুর্বলতা থাকে। সেটা পাকিস্তানেরও রয়েছে, আমাদেরও। সুতরাং, এই ম্যাচে আমাদের চেষ্টা থাকবে নিজেদের শক্তিশালী দিকগুলোর দিকে বেশি ভরসা রাখা।’ দুবাইতে টুর্নামেন্ট যত এগবে, স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলেও মনে করছেন ভারতের বোলিং কোচ। যদিও প্রথম ম্যাচে কোনও পরিকল্পনাই কাজে দেয়নি।