
কয়েকদিন পরই শুরু হবে পুরুষদের এশিয়া কাপ। ভারতীয় ক্রিকেট প্রেমীরা যেমন এই টুর্নামেন্টের অপেক্ষায়, তেমনই এরপর রয়েছে আরও বড় ইভেন্ট। ভারতের মাটিতে হবে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। আইসিসি টুর্নামেন্টে মহিলা ক্রিকেটে ভারতের একমাত্র সাফল্য এখনও অবধি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। সিনিয়র দল ওয়ান ডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অবধি পৌঁছলেও ট্রফি আসেনি। এ বার ঘরের মাঠে বিশ্বকাপ। জয়ের তাগিদ, প্রত্যাশাও বাড়তি। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল প্রস্তুতির দিক থেকেও দুর্দান্ত জায়গায়। বিশ্বকাপের টিকিটের দামও প্রকাশ্যে। তেমনই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত খবর, উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন শ্রেয়া ঘোষালের মতো সুপারস্টার।
আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। ভারতের পাশাপাশি যৌথভাবে আয়োজনের দায়িত্বে রয়েছে শ্রীলঙ্কা। ওপেনিং সেরেমনি, ফাইনাল হবে ভারতেই। লিগ ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় মাত্র ১০০ টাকা। স্টেডিয়াম যাতে দর্শক পূর্ণ থাকে সে কথা মাথায় রেখেই টিকিটের এত কম দাম রাখা হয়েছে। এই দাম নিঃসন্দেহে বিশ্বকাপের ম্যাচে ক্রিকেট প্রেমীদের আগ্রহ বাড়াবে।
Exciting news 🤩
India’s musical pride @shreyaghoshal will get Guwahati grooving at the @cricketworldcup Grand Opening Ceremony ahead of the tournament opener between @BCCI and @OfficialSLC on September 30 🎶
Details 👉 https://t.co/XRP281vd9c pic.twitter.com/MoJBmtk7rS
— ICC (@ICC) September 4, 2025
উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনাও অনেকটা তৈরি। দেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পি শ্রেয়া ঘোষাল টুর্নামেন্টের অ্যান্থেম সং গেয়েছেন। ‘ব্রিং ইট হোম’, ভারতে যেন বিশ্বকাপ আসে সেই ভাবনা থেকেই এই গান! শুধু তাই নয়, শ্রেয়া ঘোষাল গাইবেন উদ্বোধনী অনুষ্ঠানেও। দীর্ঘ এক যুগ পর দেশের মাটিতে বিশ্বকাপ খেলার সুযোগ স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষদের সামনে। আর ঘরের মাঠে জিততে পারলে, প্রথম ট্রফির স্বাদই যে আলাদা হবে, নতুন করে বলার প্রয়োজন পড়ে না।