আবু ধাবি: স্বপ্নের ফর্মে ঋতুরাজ গায়কোয়াড় (Rituraj Gaikwad)। এই আইপিএলটা (IPL) যেন তাঁরই। প্রতি ম্যাচেই রান করে চলেছেন। ব্যাটিং ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন ঋতুরাজ গায়কোয়াড়। ১২ ম্যাচে মোট রান ৫০৮। এই মুহূর্তে কমলা টুপির (Orange Cap) মালিক তিনিই। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন লোকেশ রাহুল (৪৮৯), সঞ্জু স্যামসন (৪৮০)।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম শতরান করেন ঋতুরাজ। ৬০ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে সাজানো ৯টা চার আর ৫টা ছয়। কিন্তু এই ধারাবহিক সাফল্যের কারণ কী? তিনি বলেন, ‘টাইমিং ভালো হওয়াতেই ধারাবাহিক ভাবে রান পাচ্ছি। শুরুতে উইকেট অনেকটা স্লো ছিল। পিচে ময়েস্চারও ছিল। তবে বল গড়ানোর উইকেট অনেকটা সহজ হয়ে যায়। টাইমিং ভালো করার জন্য অনুশীলনে অনেক জোরও দিয়েছি। অনেক বছরের সাধনা। যখন থেকে ক্রিকেট শুরু করেছি, টাইমিংয়ে জোর দিয়েছি। এখন তারই সুফল।’
এর সঙ্গে ঋতুরাজ যোগ করেন, ‘আজ টাইমিংও বেশ ভালো ছিল। ২০১৯ সালে সিএসকে-তে সুযোগ পেলেও এগারো জনের দলে থাকতে পারতাম না। তবে ড্রেসিংরুমে থেকে অনেক কিছু শিখেছি। অনেক পরিশ্রম করেছি। দেরিতে শুরু হলেও স্বপ্নের শুরু। এখন কমলা টুপির মালিক হলেও চাইব টুর্নামেন্টের শেষেও সেটাকে ধরে রাখতে।’
ঋতুরাজ গায়কোয়াড়ের প্রশংসা করেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনও (Sanju Samson)। তিনি বলেন, ‘এ রকম ব্যাটসম্যানকে সব সময় সমীহ করে চলা উচিত। ও যে রকম ব্যাটিং করছিল আমাদের ভয় ধরিয়ে দিয়েছিল। ওর এই ইনিংসকে কুর্নিশ।’
আরও পড়ুন: IPL 2021: বিধ্বংসী ইনিংসের পর ব্যাটে ধোনির সই নিলেন যশস্বী