হারারে : জায়গা মাত্র ২টি। লড়াই হচ্ছে ১০ দলের। ভারতের মাটিতে হতে চলা এ বারের ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন (World Cup Qualifier) পর্ব চলছে। ৮টি দল সরাসরি ওডিআই বিশ্বকাপে (Cricket World Cup 2023) খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। এ বার বাকি ২টি স্থানে কোন দুই দল যাবে, তা জানা যাবে ৯ জুলাই। বিশ্বকাপ কোয়ালিফায়ার জমে উঠেছে। সেখানেই এক অভিনব সেলিব্রেশন দেখা গেল আমেরিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচে (USA vs Netherlands)। দেশের জার্সিতে হোক বা ফ্র্যাঞ্চাইজি লিগে বোলাররা উইকেট পেলেই বিভিন্ন ভঙ্গিতে সেলিব্রেশন করেন। এ বার সেই তালিকায় যুক্ত হল এক অদ্ভুত সেলিব্রেশন। এই সেলিব্রেশন করেছেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার। যাঁর জন্ম পাকিস্তানে। এখন ক্রিকেট খেলেন আমেরিকার হয়ে। কে তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
তাকাসিঙ্গা ক্রিকেট ক্লাবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে উইকেট নিয়ে মুখে টেপ বেঁধে সেলিব্রেট করতে দেখা গিয়েছে পাক বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটার আলি খানকে। যিনি আবার প্রাক্তন কেকেআর প্লেয়ার। এ বার সেই আলি খানের সেলিব্রেশনের ভিডিয়ো ভাইরাল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ডাচদের বিরুদ্ধে তৃতীয় ওভারে বিক্রমজিৎ সিংকে কট অ্যান্ড বোল্ড করেন। এরপরই পকেতে হাত পুরে একটি টেপ বের করে নেন। এবং মুখে লাগিয়ে নেন। আইসিসির ইন্সটাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে আইসিসি লেখে, ‘আলি খান ইজ ব্যাক।’
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ১৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন আলি খান। উল্লেখ্য, আইসিসি আলি খানকে এর আগে ২ ম্যাচের জন্য নির্বাসিত করেছিল। গত এপ্রিলে জার্সির বিরুদ্ধে আইসিসি ওডিআই কোয়ালিফায়ারের প্লে অফ ম্যাচে নিয়মভঙ্গ করে নির্বাসিত হয়েছিলেন আলি। সে বার তিনি আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫ আর্টিকেল ভঙ্গ করে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এটি ছিল আলির কামব্যাক ম্যাচ। উল্লেখ্য, এই ম্যাচে আমেরিকাকে ৫ উইকেটে হারিয়েছে ডাচরা।