World Cup 2023 : কবে শুরু বিশ্বকাপের টিকিট বিক্রি? কীভাবে পাবেন ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট?

ঘরের মাঠে বিশ্বকাপ। সকলেই চায় নিজ নিজ শহরে বিশ্বকাপের ম্যাচ চাক্ষুস করতে। কবে থেকে শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপের টিকিট বিক্রি? ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটই বা কোথায় পাবেন?

World Cup 2023 : কবে শুরু বিশ্বকাপের টিকিট বিক্রি? কীভাবে পাবেন ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট?

| Edited By: তিথিমালা মাজী

Aug 10, 2023 | 12:23 PM

কলকাতা : ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023)। ওডিআই বিশ্বকাপ শুরু হওয়ার ৪০ দিন আগে থেকে শুরু হবে টিকিট বিক্রি। ৯ অগস্ট, বুধবার আইসিসি (ICC) আপডেটেড শিডিউল প্রকাশ করেছে। তারপরই টিকিট বিক্রির দিনক্ষণ সম্পর্কে জানা গিয়েছে। আগামী ২৫ অগস্ট থেকে শুরু হয়ে যাবে বিশ্বকাপের টিকিট বিক্রি। আইসিসি জানিয়েছে, তার আগে ১৫ অগস্ট https://www.cricketworldcup.com/register নাম রেজিস্টার করতে হবে। ভারতের ম্যাচগুলির টিকিট কবে থেকে পাওয়া যাবে? সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের টিকিটই বা কোথা থেকে মিলবে? রইল বিস্তারিত TV9 Bangla Sports -এর এই প্রতিবেদনে।

ভারতের ম্যাচের টিকিট ৩০ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মিলবে। বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট পাওয়া যাবে ১৫ সেপ্টেম্বর থেকে। সূচির সর্বশেষ আপডেটের পর পাকিস্তান ও ইংল্যান্ডের তিনটি ম্যাচের সময়সূচি (তারিখ বা সময়) পরিবর্তন করা হয়েছে। ভারতের দুটি ম্যাচের তারিখ পরিবর্তন করা হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে বহুল প্রতীক্ষিত ম্যাচটি একদিন আগে অর্থাৎ ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের শেষ লিগ পর্বের ম্যাচটিরও তারিখ পরিবর্তন হয়েছে। ১২ নভেম্বর বেঙ্গালুরুতে হবে ম্যাচটি।

প্রথম পর্যায়ের টিকিট বিক্রি শুরু হবে ২৫ অগস্ট থেকে। ওয়ার্ম আপ ম্যাচ এবং ভারতের ম্যাচ বাদে সব টিমের ইভেন্ট গেমগুলির টিকিট বিক্রি হবে। ৩০ অগস্ট থেকে গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে ভারতের দুটি ওয়ার্ম আপ ম্যাচের টিকিট পাওয়া যাবে। একদিন পরই অর্থাৎ ২ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ১১ অক্টোবরের দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে এবং ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচগুলির টিকিট পাওয়া যাবে। নকআউট পর্বের টিকিট বিক্রি হবে ৫ সেপ্টেম্বর থেকে। অনলাইন টিকিট প্রোভাইডার কোম্পানি বুক মাই শো বিশ্বকাপের টিকিট বিক্রির স্বত্ত্ব পেয়েছে।

২ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের ম্যাচগুলির টিকিট বিক্রি হবে। ৩ সেপ্টেম্বর শুরু হবে আমেদাবাদে ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের টিকিট বিক্রি।