আইসিসির পরিকল্পনা ছিল দীর্ঘ দিনের। টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফরম্যাটে বিশ্বকাপ রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। টেস্ট ক্রিকেটে এমন টুর্নামেন্ট আনলে কেমন হয়? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে টেস্ট ক্রিকেটের বিশ্বকাপও বলা যায়। অবশেষে সেই ভাবনা বাস্তবায়িত হয় ২০১৯ সালে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আসার পর ম্যাচের ফল বেরনো বেড়েছে। এখন আর কোনও টিম বেশির ভাগ ক্ষেত্রেই ড্রয়ের জন্য খেলে না। লক্ষ্য থাকে ফুল পয়েন্ট। উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় সংস্করণে অস্ট্রেলিয়া। গত দুই সংস্করণেই রানার্স ভারত। তৃতীয় সংস্করণ চলছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ পাঁচ রান সংগ্রাহক কারা।
এক নজরে দেখে নেওয়া যাক…
তালিকায় শীর্ষ পাঁচে ভারতের কেউ নেই। তবে তৃতীয় সংস্করণ শেষে অঙ্কটা বদলে যেতেই পারে। সামনে ভারতের বেশ কিছু টেস্ট সিরিজ রয়েছে। আগামী মাসেই বাংলাদেশের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ২ ম্যাচের সিরিজ রয়েছে।