WTC Top Run Scorer: WTC-তে সেরা পাঁচ রান সংগ্রাহক, ভারতের কে রয়েছে জানেন?

Aug 28, 2024 | 11:08 PM

World Test Championship: এখন আর কোনও টিম বেশির ভাগ ক্ষেত্রেই ড্রয়ের জন্য খেলে না। লক্ষ্য থাকে ফুল পয়েন্ট। উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় সংস্করণে অস্ট্রেলিয়া। গত দুই সংস্করণেই রানার্স ভারত। তৃতীয় সংস্করণ চলছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ পাঁচ রান সংগ্রাহক কারা।

WTC Top Run Scorer: WTC-তে সেরা পাঁচ রান সংগ্রাহক, ভারতের কে রয়েছে জানেন?
Image Credit source: X

Follow Us

আইসিসির পরিকল্পনা ছিল দীর্ঘ দিনের। টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফরম্যাটে বিশ্বকাপ রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। টেস্ট ক্রিকেটে এমন টুর্নামেন্ট আনলে কেমন হয়? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে টেস্ট ক্রিকেটের বিশ্বকাপও বলা যায়। অবশেষে সেই ভাবনা বাস্তবায়িত হয় ২০১৯ সালে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আসার পর ম্যাচের ফল বেরনো বেড়েছে। এখন আর কোনও টিম বেশির ভাগ ক্ষেত্রেই ড্রয়ের জন্য খেলে না। লক্ষ্য থাকে ফুল পয়েন্ট। উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় সংস্করণে অস্ট্রেলিয়া। গত দুই সংস্করণেই রানার্স ভারত। তৃতীয় সংস্করণ চলছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ পাঁচ রান সংগ্রাহক কারা।

এক নজরে দেখে নেওয়া যাক…

  1. রানের নিরিখে সবচেয়ে এগিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। ১৪টি সেঞ্চুরি, ২০টি হাফসেঞ্চুরি সহ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪৭০২ রান করেছেন জো রুট।
  2. তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেন। ৪৫ টেস্টে ৫২.০৫ গড়ে মার্নাস করেছেন ৩৯০৪ রান। তাঁর সর্বাধিক স্কোর ২১৫।
  3. তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার স্মিথ। ৪৫ টেস্টে করেছেন ৩৪৮৬ রান। ব্যাটিং গড় ৫০.৫২।
  4. চার নম্বরে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ডব্লিউটিসি-তে ৪৮ ম্যাচে ৩১০১ রান করেছেন স্টোকস। তাঁর ব্যাটিং গড় ৩৭.৮১।
  5. তালিকায় এরপরই রয়েছেন অজি ওপেনার উসমান খোয়াজা। তিনি করেছেন ২৬৮৬ রান। ওপেনারদের মধ্যে তিনিই সেরা। সার্বিক ভাবে পঞ্চম স্থানে উসমান। ৩২ ম্যাচে ৪৯.৭৪ গড়ে এই রান করেছেন উসমান।

তালিকায় শীর্ষ পাঁচে ভারতের কেউ নেই। তবে তৃতীয় সংস্করণ শেষে অঙ্কটা বদলে যেতেই পারে। সামনে ভারতের বেশ কিছু টেস্ট সিরিজ রয়েছে। আগামী মাসেই বাংলাদেশের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ২ ম্যাচের সিরিজ রয়েছে।

Next Article