KKR, IPL 2023: শুধু মাঠে নয়, ফেসবুকেও ‘খেলছে’ কেকেআর, পিছনে রইল বার্সা-ম্যান ইউ
রিয়াল মাদ্রিদ, এফসি বার্সেলোনার মতো ফুটবল ক্লাবগুলির জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাদেরকেও ছাপিয়ে গিয়েছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স।

কলকাতা: নামের সঙ্গে যুক্ত কলকাতা শহরের নাম। চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে কেকেআর (KKR) যেমনই পারফর্ম করুক, জনপ্রিয়তায় বাকি ফ্র্যাঞ্চাইজিগুলিকে দশ গোল দিয়েছে। শুধু রাইভাল ফ্র্যাঞ্চাইজি নয়, এফসি বার্সেলোনা, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো বিশ্বের তাবড় তাবড় ফুটবল ক্লাবগুলিকেও জনপ্রিয়তায় পিছনে ফেলে দিয়েছে শাহরুখ খানের দল। আইপিএলে (IPL 2023) আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ নাইটদের। ম্যাচ শুরু হওয়ার আগে কেকেআরের জন্য সুখবর এনে দিল Deportes and Finanzas Report। সমীক্ষা অনুযায়ী, এপ্রিল মাসে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে ফেসবুকে সবথেকে জনপ্রিয় ছিল কেকেআর। ফলোয়ার সংখ্যা ১৯.৪ মিলিয়ন। বিস্তারিত TV9 Bangla Sports–এর এই প্রতিবেদনে।
রিয়াল মাদ্রিদ, এফসি বার্সেলোনার মতো ফুটবল ক্লাবগুলির জনপ্রিয়তা আকাশছোঁয়া। স্পোর্টস ক্লাবগুলির মধ্যে ফেসবুকে জনপ্রিয়তায় সবার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। সারা বিশ্বে তাদের ফলোয়ার সংখ্যা ২৫.৯ মিলিয়ন। দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। ২২ মিলিয়ন ফলোয়ার। তালিকায় তৃতীয় স্থানে ঢুকে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। ম্যান সিটির পরেই ১৯.৪ মিলিয়ন ফলোয়ার কেকেআরের। প্রথম পাঁচের মধ্যে একমাত্র ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি। নাইট রাইডার্সের পরে অবস্থান এফসি বার্সেলোনা এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ফেসবুকে বার্সার ফলোয়ার সংখ্যা ১৭.২ মিলিয়ন। ইউনাইটেডের ফলোয়ার সংখ্যা ১৫.৯ মিলিয়ন।
Amader fans, best fans ? pic.twitter.com/Elx0HdYUCD
— KolkataKnightRiders (@KKRiders) May 4, 2023
সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেকেআর যেমন ফেসবুকে শীর্ষে তেমনই ইনস্টাগ্রামে দাপট আরসিবি। আবার টুইটার দখল করে রেখেছে চেন্নাই সুপার কিংস।





