চেন্নাই: নিজে মুম্বইকর হলেও সুযোগ পেলে তিনি আইপিএলে (IPL) খেলতে চান চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে। এর পিছনে রয়েছে এক বড় কারণ। আর এই কারণ আর কিছু নয়, স্বয়ং মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এই মন্তব্য করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। বর্তমানে তিনি আইপিএলের ধারাভাষ্যের সঙ্গে যুক্ত। ভারতের এই কোটিপতি লিগে তাঁর খেলা হয়ে ওঠেনি। তিনি জানিয়েছেন, যদি আইপিএলে খেলার সুযোগ পেতেন তা হলে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে বাছতেন। তা ছাড়া আর যে দলে তিনি খেলার বিশেষ ইচ্ছে প্রকাশ করেছেন সেটি হল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সিএসকে জার্সিতে নিজেকে দেখতে চাইতেন সানি। আর একইসঙ্গে কাছ থেকে বুঝতে চাইতেন ক্যাপ্টেন কুলকে। আইপিএলের ব্রডকাস্টার চ্যানেলে সদ্য একথা নিজেই বলেছেন সানি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সুযোগ পেলে আসলে আইপিএলের সবচেয়ে সফল ২ দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের যে কোনও একটিতে খেলতে পছন্দ করতেন গাভাসকর। কিংবদন্তি জানান, তিনি সুযোগ পেলে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সময় কাটানোর চেষ্টা করতেন। কীভাবে ধোনি অধিনায়ক হিসেবে মাঠের মধ্যে এবং মাঠের বাইরে নিজেকে নিয়ন্ত্রণ করেন সেটাও কাছ থেকে দেখতে চান সানি। একইসঙ্গে ড্রেসিংরুমে এবং টিম মিটিংয়ে মাহি মেজাজ হারান কিনা সেদিকেও লক্ষ্য রাখতেন লিটল মাস্টার।
চলতি আইপিএলে ব্রডকাস্টার চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি আইপিএলে খেললে যে দল বাছতেন তা নিয়ে বলেন, ‘মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া আর কোন দলকে বেছে নেব? আর সেটা যদি না হয়, তা হলে আমি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে চাই। দু’টি কারণে চেন্নাই সুপার কিংসে আমার খেলার ইচ্ছে রয়েছে। প্রথমত, চেন্নাইয়ের মালিকরা ক্রিকেটের প্রতি ভীষণ অনুরাগী। ক্রিকেটের জন্য তাঁরা অনেক কিছু করেছে। যেমন শ্রীনিবাসন স্যার ক্রিকেটের জন্য যা করেছে তা এক কথায় অনবদ্য।’
আর দ্বিতীয় কারণ হিসেবে সানি বলেন, ‘দ্বিতীয় বড় কারণটা হল মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা। আমি ড্রেসিংরুমে থেকে শুরু করে মাঠের মধ্যে সামনে থেকে দেখতে চাই ধোনি কীভাবে দলকে নেতৃত্ব দেয়। মাঠের মতোই ড্রেসিংরুমে ধোনি শান্ত ও সংযত থাকে কিনা। যখন কোনও ক্রিকেটার ক্যাচ ফেলে কিংবা কেউ যদি একজন ফিল্ডারকে ব্যাকআপ না করে, তখন ও কীভাবে ধৈর্য হারায়। আমি এইসব কিছু সামনে থেকে দেখতে চাই।’