WPL 2023 Auction, Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম

WPL 2023 Auction: শুরু হচ্ছে মেয়েদের উদ্বোধনী প্রিমিয়র লিগের অকশন। নিলামের টেবিলে উঠবেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মারা।

WPL 2023 Auction, Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম

| Edited By: তিথিমালা মাজী

Feb 12, 2023 | 5:34 PM

কলকাতা: ৪০৯ জন ক্রিকেটার, পাঁচটি টিম। মেয়েদের আইপিএলেও এ বার অর্থের ঝনঝনানি। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ব্যপক সাফল্যের পর এ বার মেয়েদের প্রিমিয়র লিগের পালা। চলতি বছরের মার্চ মাসে শুরু হবে পাঁচ দলের মেয়েদের আইপিএল। তার আগে রয়েছে উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির কাছে ১২-১২ কোটি টাকা রয়েছে। অর্থাৎ অকশনে মোট ৬০ কোটি টাকার বেচা কেনা হবে। নিলামের বেস প্রাইস রাখা হয়েছে ৫০ লাখ টাকা। ভারতের মহিলা ক্রিকেট দলের হরমনপ্রীত কৌর, ওপেনার স্মৃতি মান্ধানা, অলরাউন্ডার দীপ্তি শর্মা এবং অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে দেশকে চ্যাম্পিয়ন করা শেফালি ভার্মা-সহ আরও অনেকে। ৩০ জন ক্রিকেটারের বেস প্রাইস ৪০ লাখ টাকা। তার মধ্যে ৮ জন ভারতের মহিলা ক্রিকেটার রয়েছেন।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কম করে ১৫ এবং সর্বাধিক ১৮ জন ক্রিকেটার স্কোয়াডে রাখতে হবে। প্রতিটি দল ৬ জন বিদেশি ক্রিকেটার রাখতে পারবে। অর্থাৎ উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগে ৩০ জন বিদেশি ও ৬০ জন ভারতীয় ক্রিকেটারকে দেখা যাবে। অস্ট্রেলিয়ার ২৮, ইংল্যান্ডের ২৭, ওয়েস্ট ইন্ডিজের ২৩, নিউজিল্যান্ডের ১৯ জন খেলোয়াড় থাকছেন। দক্ষিণ আফ্রিকা থেকে ১৭, শ্রীলঙ্কা থেকে ১৫ জন, জিম্বাবোয়ে থেকে ১১, বাংলাদেশের ৯, আয়ারল্যান্ডের ৬ এবং অ্যাসোসিয়েট দেশের ৮ জন ক্রিকেটার নিলামে থাকছেন।

কোথায়, কখন দেখবেন উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম? দেখে নিন।

১. কবে রয়েছে উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম?

উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম হবে ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার।

২. কখন শুরু হবে উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম?

নিলাম শুরু হবে সোমবার দুপুর ২.৩০ নাগাদ।

৩. উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম কোথায় অনুষ্ঠিত হবে?

নিলামের আসর বসবে মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে।

৪. মেয়েদের প্রিমিয়র লিগের নিলাম কি সরাসরি সম্প্রচার হবে?

অবশ্যই। স্পোর্টস ১৮ নেটওয়ার্কের চ্যানেলে সরাসরি দেখা যাবে নিলাম।

৫. অনলাইনে উইমেন্স প্রিমিয়র লিগ নিলামের লাইভ স্ট্রিমিং কোথায় হবে?

জিও সিনেমা অ্যাপে মেয়েদের প্রিমিয়র লিগের নিলাম দেখতে পারবেন। এ ছাড়া ২০২৩ মেয়েদের প্রিমিয়র লিগের লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla-র ওয়েবসাইটে।