মুম্বই : ভারতীয় ক্রিকেটের পাশাপাশি বিশ্ব ক্রিকেটও অপেক্ষায় ছিল উইমেন্স প্রিমিয়ার লিগের। অবশেষে শুরু হল টুর্নামেন্ট। প্রথম মরসুম শেষও হয়ে গেল। দীর্ঘ ২২ ম্য়াচের লড়াই শেষে একমাত্র চ্য়াম্পিয়ন পাওয়া গেল। ট্রফির ম্য়াচে দিল্লি ক্য়াপিটালসকে ৭ উইকেটের বড় ব্য়বধানে হারিয়ে চ্য়াম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টে শুধু ব্য়াটিংয়ের দিক থেকেই নয়, নেতৃত্বে মুগ্ধ করলেন জাতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্য়াচ জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ট্রফির ম্য়াচেও জয়। উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম চ্য়াম্পিয়ন হিসেবে লেখা থাকবে হরমনপ্রীত কৌরের টিমের নাম। ট্রফি জিতে কী বলছেন চ্য়াম্পিয়ন টিমের অধিনায়ক? বিস্তারিত TV9Bangla-য়।
টুর্নামেন্টে টানা পাঁচ ম্য়াচ জিতে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তাদের ক্রমশ অপ্রতিরোধ্য মনে হয়েছিল। জোড়া ম্যাচ হেরে সাময়িক চাপে পড়ে মুম্বই। খাদের কিনারায় না হলেও, অনবদ্য ভাবে ঘুরে দাঁড়ায় হরমনপ্রীতের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। অবশেষে চ্য়াম্পিয়ন। গর্বিত মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কৌর বলছেন, ‘দুর্দান্ত একটা অভিজ্ঞতা। এমন মুহূর্তের জন্য় কয়েকটা বছর অপেক্ষা করেছি আমরা। খুবই খুশি। এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। শুধুমাত্র আমার কাছেই নয়, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি। এতদিন অনেকেই জিজ্ঞেস করেছে, এখন আমরা বলতে পারি, আমরা কোথায়।’
দিল্লি ক্য়াপিটালস শিবিরে ব্য়াটিং বিপর্যয় দেখা যায়। সৌজন্যে মুম্বই ইন্ডিয়ান্স অলরাউন্ডার হেইলি ম্য়াথুজ। দিল্লি শিবিরও যেন এমন কিছুরই অপেক্ষা করছিল। যদি মিরাকল হয়! কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের ব্য়াটিং গভীরতা নতুন করে বোঝানোর নেই। ন্য়াট সিবার টুর্নামেন্টের অন্য়তম সেরা পারফর্মার, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তখনও ক্রিজে। মজার বিষয় হল, ফাইনালে দুই অধিনায়কই রান আউট। হরমন যখন রান আউট হলেন, সিবারের সঙ্গে বড় পার্টনারশিপে জয়ের ভিত গড়ে দিয়েছেন। ন্য়াট সিবারের অপরাজিত ইনিংস এবং অ্যামেলিয়া কের-এর ক্যামিও আর কোনও সমস্য়া আসতে দেননি। ৩ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে। অধিনায়ক হরমনপ্রীত কৌর আরও বলেন, ‘আমাদের ব্য়াটিং গভীরতা খুবই ভালো। পরিকল্পনার বাস্তবায়ন করতে পেরেছি, খুবই ভালো লাগছে।’