GG vs DC, WPL 2023: জয়ে ফিরতে মরিয়া দিল্লি, ধারাবাহিকতা বজায় রাখতে চায় গুজরাট

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Mar 11, 2023 | 8:00 AM

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো তারকা সমৃদ্ধ দলকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় পেয়েছে গুজরাট জায়ান্টস। অধিনায়ক বেথ মুনি প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছেন।

GG vs DC, WPL 2023: জয়ে ফিরতে মরিয়া দিল্লি, ধারাবাহিকতা বজায় রাখতে চায় গুজরাট

Follow Us

মুম্বই: একটি দল পরপর দুটি ম্যাচ জিতে একটিতে হারের মুখ দেখেছে। অন্য দলটি সবে টুর্নামেন্টে জয়ের স্বাদ পেয়েছে। কথা হচ্ছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং গুজরাট জায়ান্টসের (Gujrat Giants)। মেয়েদের প্রিমিয়র লিগের নবম ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুটি টিম। ডব্লিউপিএলের প্রায় প্রতিটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো তারকা সমৃদ্ধ দলকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় পেয়েছে গুজরাট জায়ান্টস। অধিনায়ক বেথ মুনি প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছেন। যে কারণে টুর্নামেন্টের মাঝপথেই নেতৃত্ব বদলাতে হয়েছে (WPL 2023)। বিদেশি ক্রিকেটারের পরিবর্তে নেতৃত্বে দেশি ক্রিকেটারের উপর ভরসা রেখেছে গুজরাট। নেতৃত্বভার পেয়েছেন অলরাউন্ডার স্নেহ রানা। বেথ মুনির অনুপস্থিতিতে স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হিসেবে শেষ ম্যাচেও নেতৃত্ব দিয়েছেন স্নেহ। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুজরাট জায়ান্টসের অফিশিয়াল অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

৩ ম্যাচে একটিতে জয় ও দুটি ম্যাচে হার মিলিয়ে গুজরাট পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে।তাদের নেট রানরেট -২.৩২৭। সদ্য স্মৃতি মান্ধানাদের হারিয়ে দেওয়া স্নেহ রানার দল চাইবে জয়ের অভ্যাস বজায় রাখতে। অন্যদিকে ৩ ম্যাচে চার পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালসের স্থান দ্বিতীয় নম্বরে। নেট রান রেট ০.৯৬৫। চলতি টুর্নামেন্টে দিল্লির বিজয়রথ থামিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচ জিতে তৃতীয়টিতে এমআইয়ের কাছে হোঁচট খেয়েছে দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টে এখনও পর্যন্ত মুম্বই অপরাজিত। বাকি সবকটি দল হারের স্বাদ চেখে ফেলেছে। যাই হোক, শনিবারের ম্যাচে ২ পয়েন্ট তোলার পাশাপাশি দিল্লি ও গুজরাটের নজরে থাকবে বেশ কিছু রেকর্ড। যেমন-

১. ডব্লিউপিএলে প্রথম ব্যাটার হিসেবে ২০০ রানের গণ্ডি ছুঁতে পারেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং। নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন। ১৪৬.৮৩ স্ট্রাইক রেটে ৩টি ইনিংসে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ১৮৫ রানে রয়েছেন তিনি। খাতায় আর ১৫টা রান যোগ করলেই রেকর্ড গড়ে ফেলবেন মেগ।

২. ল্যান্ডমার্কের দোরগোড়ায় আরও এক ব্যাটার। জাতীয় দলের তারকা জেমাইমা রডরিগজ টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ২০০০ রান সম্পূর্ণ করতে পারেন আজই। তার জন্য গুজরাটের বিরুদ্ধে অন্তত ৪৮ রান করতে হবে জেমাইমাকে। ৩৩.০৮ গড়ে বিশ্বজুড়ে ৭৪টি টি-২০ (ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট) ইনিংসে ১৯৫২ রান করেছেন জেমাইমা। স্ট্রাইক রেট ১২৭।

৩. গুজরাটের তারকা ব্যাটার সোফিয়া ডাঙ্কলি টি-২০ ফরম্যাটে (ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক) ২০০০ রান পূর্ণ করতে পারেন আজই। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন সোফিয়া।

গুজরাট জায়ান্টস স্কোয়াড: অ্যাশলে গার্ডনার, স্নেহ রানা (অধিনায়ক), সোফিয়া ডাঙ্কলি, অ্যানাবেল সাদারল্য়ান্ড, হরলীন দেওল, দিয়েন্দ্র ডটিন, লরা উলফার্ট, সাব্বিনেনি মেঘনা, জর্জিয়া ওয়্যারহ্য়াম, মানসী যোশী, মনিকা প্য়াটেল, তনুজা কানওয়ের, সুষমা ভার্মা, হার্লি গালা, অশ্বিনী কুমারি, শবনম এমডি।

দিল্লি ক্য়াপিটালস স্কোয়াড: জেমাইমা রডরিগজ, মেগ ল্যানিং (অধিনায়ক), শেফালি ভার্মা, রাধা যাদব, শিখা পান্ডে, মারিজানে কাপ, তিতাস সাধু, অ্যালিস ক্যাপসি, তারা নরিস, লরা হ্য়ারিস, জসিয়া আখতার, মীনু মানি, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, জেস জোনাসন, স্নেহা দীপ্তি, অরুন্ধতী রেড্ডি, অপর্ণা মণ্ডল।

Next Article